নোঙরের সময় মনিটরিংয়ের অভাবে দেড় কোটি ডলারের ক্ষতি: এনটিএসবি

যেকোনো সমুদ্রগামী জাহাজের জন্যই নোঙর করার প্রক্রিয়াটি বেশ জটিল। বিষয়টি সংবেদনশীলও বটে। এ কাজের সময় যেকোনো ভুল-ত্রুটি বড় ধরনের লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে। যেমনটি হয়েছিল গত বছর যুক্তরাষ্ট্রের নিউ অরলিনসের কাছে লোয়ার মিসিসিপি রিভারে একটি কার্গো শিপ নোঙর করার সময়। দেশটির ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) একটি তদন্ত প্রতিবেদনে দেখা গেছে, নোঙর করার সময় জাহাজটির ব্রিজ টিম মনিটরিংয়ের কাজ ঠিকমতো করতে পারেনি। তাদের এই ব্যর্থতার কারণেই নোমাডিক মিল্ড নামের কার্গো শিপটি প্রথমে একটি বাল্ক ক্যারিয়ার ও পরে একটি কেমিক্যাল ডকে ধাক্কা দেয়।

ওই দুর্ঘটনায় কোনো প্রাণহানি না ঘটলেও প্রায় ১ কোটি ৬৯ লাখ ডলারের ক্ষয়ক্ষতি হয়। এনটিএসবি বলছে, তারা তদন্ত করে দেখেছে নোঙর করার সময় নোমাডিক মিল্ডের ওয়াচ অফিসার নিয়মিত বিরতিতে জাহাজটির অবস্থান মনিটরিং করেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here