শিপ হ্যান্ডলিং অপারেটরের সংখ্যা বাড়ানোর দাবি

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য খালাসকাজে প্রতিযোগিতা বাড়ানোর অনুরোধ জানিয়েছে সিমেন্ট প্রস্তুতকারক সমিতি। ২৩ আগস্ট চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে এই অনুরোধ করেন সমিতির নেতারা।

সিমেন্ট প্রস্তুতকারক সমিতির সভাপতি আলমগীর কবিরের নেতৃত্বে সংগঠনের সহসভাপতি জহির উদ্দিন আহমেদ এবং ডায়মন্ড সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আবদুল খালেক এ সময় উপস্থিত ছিলেন। সমিতির নেতারা বন্দর চেয়ারম্যানকে জানান, সাগরে বর্তমানে ৩২টি শিপ হ্যান্ডলিং প্রতিষ্ঠান বড় জাহাজ থেকে পণ্য খালাসের কাজ করছে। বছরে সাগরে সিমেন্ট তৈরির কাঁচামাল খালাস হয় প্রায় সোয়া তিন কোটি টন।

পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ নেতৃবৃন্দ ১৭ আগস্ট চট্টগ্রাম বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন

এর মধ্যে যেসব সিমেন্ট শিল্প-কারখানার লাইসেন্সপ্রাপ্ত শিপ হ্যান্ডলিং প্রতিষ্ঠান রয়েছে, তাদের টনপ্রতি পণ্য খালাসে খরচ পড়ে ২৭ টাকা। যেসব সিমেন্ট কারখানার শিপ হ্যান্ডলিং প্রতিষ্ঠান নেই, তাদের খরচ পড়ে ৫২ টাকা। ফলে সিমেন্ট শিল্পের উদ্যোক্তারা নিজেদের মধ্যেও বৈষম্যের শিকার হচ্ছেন। এ পরিস্থিতিতে বহির্নোঙরে পণ্য খালাসের কাজের জন্য নতুন লাইসেন্স প্রদানের দাবি জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here