কনটেইনার সংকট মোকাবেলায় নতুন একটি উদ্যোগ নিয়েছে সাংহাই বন্দর কর্তৃপক্ষ। খালি কনটেইনারের জন্য একটি ট্রান্সপোর্টেশন সেন্টার চালু করেছে তারা, যেখান থেকে উত্তর-পূর্ব এশিয়ার দেশগুলোয় খালি কনটেইনার পাঠানো হবে।

মেরিটাইম ট্রাফিক সেফটি ল’র অধীনে নিরাপদ নেভিগেশনের শর্ত লঙ্ঘনের জরিমানা বাড়িয়েছে চীন। নতুন হারে জরিমানা ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।

চলতি বছরের প্রথম সাত মাসে (জানুয়ারি-জুলাই) রাশিয়ার বন্দরগুলোয় কার্গো পরিবহন ১ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এ সময় বন্দরগুলোয় মোট ৪৮ কোটি ২৮ লাখ ৮০ হাজার টন কার্গো হ্যান্ডলিং হয়েছে।

কোভিড-১৯ সংক্রান্ত সতর্কতার কারণে দুই সপ্তাহ বন্ধ থাকার পর চীনের নিংবো বন্দরে কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। একজন ডকওয়ার্কারের করোনা শনাক্ত হওয়ার পর ১১ আগস্ট বন্দরটির আংশিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

কনটেইনার সংকট কাটিয়ে উঠতে নতুন ৭৫ হাজার টিইইউ কনটেইনারের কার্যাদেশ দিয়েছে হ্যাপাগ-লয়েড। কনটেইনারগুলো চীনে তৈরি হবে। এ বছরের শেষ নাগাদ সেগুলো হ্যাপাগ-লয়েডের কাছে হস্তান্তর করা হবে।

উদ্ভাবনী এলএনজি প্রযুক্তি নিয়ে কাজ করতে জোট বেঁধেছে ম্যান এনার্জি সলিউশন ও উডসাইড এনার্জি। সম্প্রতি এ বিষয়ে কোম্পানি দুটির মধ্যে একটি সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর হয়েছে।

পরিবেশবান্ধব বাল্ক ক্যারিয়ার তৈরির বিষয়ে একসঙ্গে কাজ করবে মিৎসুই ওএসকে লাইনস (এমওএল) ও টাটা স্টিল। এ বিষয়ে সম্প্রতি এমওএল, তাদের শতভাগ সাবসিডিয়ারি এমওএল ড্রাইবাল্ক ও টাটা স্টিলের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

সমুদ্রগামী জাহাজের সব নাবিককে করোনার টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে পোর্ট অব রটারডাম কর্তৃপক্ষ। পরীক্ষামূলক এ কর্মসূচির অধীনে আগামী দুই মাস নাবিকদের টিকা দেওয়া হবে।

ডিইএমইর কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও উদ্ভাবনী কাটার সেকশন ড্রেজার স্পার্টাকাস হস্তান্তর করেছে ডাচ জাহাজ নির্মাতা রয়েল আইএইচসি। এটি বিশ্বের সবচেয়ে বড় সেলফ-প্রপেলড ও প্রথম এলএনজিচালিত কাটার সেকশন ড্রেজার।

রাশিয়ার গালফ অব ওব-এর সি ক্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে সাতটি ড্রেজিং দিয়ে খননকাজের বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে।

সার্ভারের ত্রুটির কারণে নাইজেরিয়ার বন্দরগুলোয় শুল্কায়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে মোটা অংকের ডেমারেজ চার্জ পরিশোধ করতে হচ্ছে আমদানিকারক ও ফ্রেইট ফরওয়ার্ডারদের।

সাপ্লাই চেইনের প্রতিবন্ধকতার বিষয়ে কাজ করার জন্য জন ডি পোরকারিকে হোয়াইট হাউস সাপ্লাই চেইন ডিজরাপশন টাস্কফোর্সের পোর্ট এনভয় হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here