অস্ট্রেলিয়ার সমুদ্রবন্দরগুলো দিয়ে মোট যে পরিমাণ পণ্য আমদানি হয়, তার ৪০ শতাংশের বেশি হ্যান্ডলিং করে প্যাট্রিক টার্মিনালসের কর্মীরা। বেতন বাড়ানোর দীর্ঘদিনের দাবি আদায়ে তারা এবার কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে। এতে করে ব্যস্ত গ্রীষ্মকালীন ও আসন্ন ক্রিসমাস হলিডে মৌসুমের আগে দেশটিতে সরবরাহসংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এই অচলাবস্থার জন্য প্যাট্রিক টার্মিনালস কর্তৃপক্ষ ও শ্রমিক ইউনিয়ন একে অপরের দোষারোপ করছে। ইউনিয়ন বলছে, দীর্ঘ দেড় বছর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেও কোনো সমাধান পায়নি তারা। এ কারণে প্রতি সোম, বুধ ও শুক্রবার ১২ ঘণ্টা করে কর্মবিরতি পালন করবে তারা। অন্যদিকে প্যাট্রিক টার্মিনালস কর্তৃপক্ষ বলছে, দেড় বছরে তারা কর্মীদের বেতন যথেষ্টই বাড়িয়েছে। তারপরও অচলাবস্থা তৈরির লক্ষ্যেই কর্মীরা এই কর্মবিরতির ডাক দিয়েছে।