গত বছরের মাঝামাঝি থেকেই ঘুরে দাঁড়িয়েছিল চীনা অর্থনীতি। কোভিডের বিপর্যয় কাটিয়ে রেকর্ড প্রবৃদ্ধির দেখা পায় দেশটি। এরপর চলতি বছরের মাঝামাঝিতে আবারও ছড়িয়ে পড়ে কোভিডের অতি-সংক্রামক ডেল্টা সংস্করণ। এর প্রভাবে গত মাসে কয়েকটি কনটেইনার বন্দরের কার্যক্রম স্থগিত রাখতেও বাধ্য হয় দেশটি। ঝুঁকি তৈরি হয় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির পুনরুদ্ধারের গতি শ্লথ হওয়ার। তবে এমন পরিস্থিতিতেও অপ্রত্যাশিতভাবে আগস্টে চীনের রপ্তানি বেড়েছে।
চীনের শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী, আগস্টে চীনের রপ্তানি আয় দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৩০ কোটি ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় তা ২৫ দশমিক ৬ শতাংশ বেশি। গত জুলাইয়ে দেশটির রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছিল ১৯ দশমিক ৩ শতাংশ। বিশ্বজুড়ে ভোক্তাবাজারে চাহিদা বৃদ্ধি চীনের এই প্রত্যাশাতীত রপ্তানি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রেখেছে।