প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, বিশেষ করে শ্রীলংকার বন্দর কার্যক্রমে নিজেদের সম্পৃক্ততা এরই মধ্যে বাড়াতে শুরু করেছে চীন। এ অবস্থায় ভারতও চুপ করে বসে থাকতে রাজি নয়। কলম্বো বন্দরে একটি নতুন টার্মিনাল নির্মাণ ও পরিচালনার বিষয়ে একটি দীর্ঘমেয়াদি চুক্তির ঘোষণা দিয়েছে বেসরকারি খাতে ভারতের বৃহত্তম বন্দর পরিচালনাকারী কোম্পানি আদানি পোর্টস।
নতুন এই টার্মিনালটির নাম হবে ওয়েস্ট কনটেইনার টার্মিনাল। এটি কলম্বো ইন্টারন্যাশনাল কনটেইনার টার্মিনাল ও শ্রীলংকার দক্ষিণাঞ্চলীয় বন্দর হাম্বানটোটার সঙ্গে প্রতিযোগিতা করবে। এই দুটি বন্দরই পরিচালনা করে চায়না মারচেন্টস পোর্ট হোল্ডিংস।
এর আগে কলম্বোয় যৌথভাবে একটি টার্মিনাল স্থাপন করতে চেয়েছিল ভারত ও জাপান। কিন্তু শ্রীলংকার অভ্যন্তরীণ বিভিন্ন মহলের চাপ ও রাজনৈতিক বিবেচনায় চলতি বছরের শুরুতে সেই আলোচনা ভেস্তে যায়।