নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় কাস্টমস থেকে আটককৃত চট্টগ্রাম বন্দর অভ্যন্তরে পড়ে থাকা নিলামযোগ্য গাড়ির নিলামের ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তমের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।

সভায় মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল-২০২১, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জুলাই-২০১৬ থেকে জুন-২০২০ পর্যন্ত নেয়া উন্নয়ন প্রকল্পের আর্থিক ব্যয় ও বাস্তব অগ্রগতিসহ বন্দরের বর্তমান কার্যক্রম, সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করা হয়।

সভায় ইতিপূর্বে জাতীয় সংসদে উত্থাপিত এবং কমিটিতে প্রেরিত ‘মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল-২০২১ অধিকতর পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাইয়ের জন্য পুনরায় মন্ত্রণালয়ে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে স্থায়ী কমিটি।

কমিটির সদস্য নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, রনজিত কুমার রায়, মাহফুজুর রহমান, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, মো. আছলাম হোসেন সওদাগর এবং এস এম শাহজাদা সভায় অংশগ্রহণ করেন।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, নৌপরিবহন মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here