৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে আন্তর্জাতিক নৌ দিবস উদ্যাপনের কর্মসূচির উদ্বোধন করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। এ সময় বিভাগীয় প্রধানগণ ও নৌবিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ২৮ সেপ্টেম্বর মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরসহ কক্সবাজারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা উপদেষ্টা কমিটির সভা ২১ সেপ্টেম্বর বন্দর ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান।

২৯ সেপ্টেম্বর থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদি বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বন্দর সচিব ওমর ফারুক উপস্থিত ছিলেন।