সমুদ্র পরিবহন খাতে কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগকে গতিশীল করার জন্য যৌথভাবে একটি পোর্টাল চালু করেছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) ও সিঙ্গাপুর। এর নাম দেওয়া হয়েছে নেক্সটজেন। নিঃসরণ কমানোর ক্ষেত্রে কার্যকর নেটওয়ার্ক তৈরি, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও সক্ষমতা গড়ে তোলায় সহায়ক ভূমিকা রাখবে এই পোর্টাল।

নেক্সটজেন নামের ‘জেন’ অংশটুকু এসেছে গ্রিন অ্যান্ড এফিশিয়েন্ট নেভিগেশন থেকে। আইএমও ও মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটি অব সিঙ্গাপুর (এমপিএ) সম্প্রতি এই অনলাইনভিত্তিক সহযোগিতামূলক প্লাটফর্মটির উদ্বোধন করেছে। এতে সমুদ্র পরিবহন খাতে নিঃসরণ কমানোর বিভিন্ন প্রকল্প-সংক্রান্ত তথ্য থাকবে। এর মাধ্যমে সরকারি বেসরকারি সব অংশীজনের জন্যই একটি ফোকাল পয়েন্ট ও রেফারেন্স টুল হিসেবে কাজ করবে নেক্সটজেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here