গ্রিসের পাইরিউস পোর্ট অথরিটির (পিপিএ) আরও ১৬ শতাংশ শেয়ারের মালিকানা পাচ্ছে চীনের রাষ্ট্রায়ত্ত শিপিং জায়ান্ট কসকো। সম্প্রতি গ্রিক পার্লামেন্ট এ বিষয়ে একটি নতুন চুক্তি সম্পাদনের বিষয়ে অনুমোদন দিয়েছে। নতুন এই শেয়ার পেলে পিপিএতে কসকোর মোট মালিকানা দাঁড়াবে ৬৭ শতাংশ।

কসকোর সঙ্গে গ্রিক সরকারের প্রাথমিক চুক্তি হয় ২০১৬ সালে। সেই চুক্তি অনুসারে পাইরিউসের অবকাঠামোগত উন্নয়নে ২০২১ সাল নাগাদ ৩৪ কোটি ডলার বিনিয়োগের কথা ছিল কসকোর। বিনিময়ে ১০ কোটি ডলারে অতিরিক্ত শেয়ার ক্রয়ের সুযোগ পাবে তারা। তবে কসকো এই শেয়ার তখনই কিনতে পারবে, যখন তারা বিনিয়োগ প্রতিশ্রুতি পূরণ করতে পারবে। কসকো নির্ধারিত সময়ের মধ্যে এই শর্ত পূরণ করতে পারেনি। তবে বাড়তি পাঁচ বছর সময়ে এই বিনিয়োগ সম্পন্নের প্রতিশ্রুতি সাপেক্ষে পার্লামেন্ট তাদের সবুজ সংকেত দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here