সমুদ্রগামী জাহাজের ব্যালাস্ট ওয়াটার ব্যবস্থাপনার (বিডব্লিউএম) বিষয়ে ২০০৪ সালে একটি আন্তর্জাতিক কনভেনশন গ্রহণ করে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও)। ২০১৭ সালের ৮ সেপ্টেম্বর কনভেনশনটি যখন কার্যকর হয়, তখন এক্সপেরিয়েন্স-বিল্ডিং ফেজ (ইবিপি) কর্মসূচিও গ্রহণ করা হয়। বিডব্লিউএম কনভেনশন বাস্তব জীবনে কীরূপ প্রভাব ফেলছে, সেই অভিজ্ঞতা অর্জনের জন্যই এই কার্যক্রম হাতে নেওয়া হয়। কিন্তু সেই তথ্য সংগ্রহের কাজ আশানুরূপ গতিতে এগোচ্ছে না। এ কারণে ইবিপির মেয়াদ অন্তত দুই বছরের জন্য বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাল্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল মেরিটাইম কাউন্সিল (বিমকো)।

আগামী ২২ নভেম্বর আইএমওর মেরিন এনভায়রনমেন্ট প্রটেকশন কমিটির (এমইপিসি) ৭৭তম সেশনে বিমকোর এই প্রস্তাব উত্থাপন করা হবে। তারা খাতসংশ্লিষ্ট আরও কয়েকটি শীর্ষ সংগঠনের সঙ্গে মিলে এরই মধ্যে প্রস্তাবটি আইএমওর কাছে পাঠিয়ে দিয়েছে। এসব সংগঠনের মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ক্ল্যাসিফিকেশন সোসাইটি (আইএসিএস), ইন্টারন্যাশনাল চেম্বার অব শিপিং (আইসিএস), ইন্টারকার্গো ও ইন্টারট্যাংকো।

ইবিপির কার্যক্রমকে তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছে-তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ ও কনভেনশন পর্যালোচনা। ইবিপি শেষে বাস্তব তথ্যের ভিত্তিতে বিডব্লিউএম কনভেনশনটি পুনরায় পর্যালোচনা করা হবে এবং যদি কোনো সংশোধন আনার প্রয়োজন হয়, তবে তা আনা হবে। একটি সুনির্দিষ্ট কাঠামোর অধীনে তথ্য সংগ্রহের লক্ষ্যে আইএমও এরই মধ্যে গ্লোবাল ইনফরমেশন শিপিং ইনফরমেশন সিস্টেম (জিআইএসআইএস) প্লাটফর্মে একটি তথ্যভান্ডার স্থাপন করেছে। কিন্তু বিডব্লিউএম কনভেনশন পর্যালোচনার জন্য তথ্য সংগ্রহ প্রক্রিয়ায় এখনো আশানুরূপ অগ্রগতি হয়নি উল্লেখ করে বিমকো ও সংশ্লিষ্ট অন্য সংগঠনগুলো ইবিপির মেয়াদ অন্তত দুই বছর অর্থাৎ ২০২৪ সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here