দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলাকে ব্যবহার করতে চায় প্রতিবেশী রাষ্ট্র নেপাল। এরই অংশ হিসেবে ৮ সেপ্টেম্বর মোংলা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেছে নেপালের একটি প্রতিনিধি দল। বাংলাদেশে নিযুক্ত নেপাল হাইকমিশনের ডেপুটি চিফ অব মিশন কুমার রাইয়ের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল বন্দরে আসে।
এরপর বন্দরের পক্ষ থেকে প্রতিনিধি দলকে বন্দরের নানা সুবিধা সম্পর্কে অবহিত করা হয়। পরে প্রতিনিধি দলের সদস্যরা জেটিসহ বন্দর এলাকা ঘুরে দেখেন। এ সময় তাঁরা বন্দরের সম্প্রসারণসহ নানা সুযোগ-সুবিধা দেখে সন্তোষ প্রকাশ করেন।