জলবায়ুগত উদ্বেগ থেকে চলতি বছরের জানুয়ারিতে কেন্দ্রীয় নিয়ন্ত্রণাধীন স্থল ও জলসীমায় তেল ও গ্যাসক্ষেত্র ইজারা দেওয়া স্থগিত করেছিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে গত জুনে লুইজিয়ানার একজন ফেডারেল বিচারক সরকারি স্থল ও জলসীমায় ইজারা পুনরায় শুরুর আদেশ দেন। আদালতের সেই রায় অনুযায়ী আগামী ১৭ নভেম্বর তেল ও গ্যাসক্ষেত্র ইজারার নিলাম আয়োজন করবে যুক্তরাষ্ট্রের ব্যুরো অব ওশান এনার্জি ম্যানেজমেন্ট (বিওইএম)।
সম্প্রতি এক বিবৃতির মাধ্যমে ইজারা নিলামের এই ঘোষণা দিয়েছে বিওইএম। আদালতের রায়ে নিলাম ডাকলেও সরকার কিন্তু এই বিষয়ে সতর্ক অবস্থান থেকে সরে আসেনি। ব্যুরো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অফশোর ও অনশোর তেল ও গ্যাস লিজিং প্রোগ্রামগুলোয় যেসব সীমাবদ্ধতা রয়েছে, সেগুলো নিয়ে পর্যালোচনা অব্যাহত রেখেছে বাইডেন প্রশাসন।