স্মার্ট মেরিটাইম অটোনমাস ভেসেল (এসএমএভি) প্রকল্পে ব্যবহৃত কলিশন ডিটেকশন অ্যান্ড কলিশন অ্যাভয়ড্যান্স (সিডিসিএ) প্রযুক্তিতে নীতিগত অনুমোদন দিয়েছে মার্কিন মেরিটাইম ক্ল্যাসিফিকেশন সোসাইটি আমেরিকান ব্যুরো অব শিপিং (এবিএস)।

জর্ডানের আকাবা বন্দরে দেশটির প্রথম ক্রুজ টার্মিনাল নির্মাণ ও পরিচালনা করবে আবুধাবি পোর্টস গ্রুপ। সম্প্রতি এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে একটি চুক্তি হয়েছে।

সাইমা ক্যানেলের অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নের জন্য ৯ কোটি ইউরো বিনিয়োগ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ক্যানেলটি ফিনল্যান্ডের সাইমা লেক ও রাশিয়ার ভাইবর্গের নিকটবর্তী গালফ অব ফিনল্যান্ডকে যুক্ত করেছে।

পান্ডা ৯৩পি নামের বিশ্বের সবচেয়ে বড় ভিএলজিসিকে নভেল ডিজাইন অ্যাপ্রুভাল দিয়েছে ক্ল্যাসিফিকেশন সোসাইটি ব্যুরো ভেরিতাস (বিভি)। জাহাজটি ৯৩ হাজার ঘনমিটার এলপিজি পরিবহন করতে সক্ষম।

উত্তর আমেরিকার সবচেয়ে বড় টার্মিনাল অপারেটর পোর্টস আমেরিকাকে অধিগ্রহণ করছে কানাডার সর্ববৃহৎ পেনশন ফান্ড কানাডা পেনশন প্ল্যান ইনভেস্টমেন্ট বোর্ড। এত দিন তারা পোর্টস আমেরিকার মাইনরিটি ইনভেস্টর ছিল।

চীনের প্রথম বৃহদাকার প্রমোদতরী তার সমুদ্রযাত্রার পথে আরও একধাপ এগিয়ে গেল। সম্প্রতি জাহাজটির কাঠামোগত সংযোজনের কাজ শেষ হয়েছে। ২০২৩ সালে এর নির্মাণকাজ শেষ হওয়ার কথা।

সিনোপেক করপোরেশন, কসকো শিপিং ও চায়না ইস্টার্ন এয়ারলাইনসের যৌথ সার্টিফিকেশন পেয়েছে চীনের প্রথম কার্বন নিরপেক্ষ ক্রুড অয়েল কার্গো শিপ। জাহাজটি ৩০ হাজার টন কার্গো পরিবহন করতে সক্ষম।

বিশ্বজুড়ে ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে নতুন একটি সার্ভিস মার্কেটপ্লেস চালু করেছে সিএমএ সিজিএম। ‘নেটওয়ার্কিং’ নামের এই প্লাটফর্মটি ১৬০টি দেশে থাকা সিএমএ সিজিএমের গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

এশিয়া থেকে যুক্তরাষ্ট্র ও কানাডায় নিজেদের সাপ্লাই চেইন স্বাভাবিক রাখতে আগামী বছরের জন্য তিনটি জাহাজ ভাড়া করেছে রিটেইল জায়ান্ট কস্টকো হোলসেল করপোরেশন। এছাড়া কয়েক হাজার কনটেইনারও ভাড়া করেছে তারা।

ভূমধ্যসাগরীয় উপকূলের হাইফায় নতুন একটি শিপিং পোর্ট চালু করেছে ইসরায়েল। ১৭০ কোটি ডলারে নির্মিত এই বে পোর্ট পরিচালনার দায়িত্বে রয়েছে সাংহাই ইন্টারন্যাশনাল পোর্ট গ্রুপ (এসআইপিজি)।

জোতুনের তৈরি হাল পারফরম্যান্স সলিউশনস (এইচপিএস) ব্যবহারকারী জাহাজগুলোর কার্বন ইনটেনসিটি ২০ শতাংশ কম থাকে। সম্প্রতি ইউরোপিয়ান ইউনিয়ন মনিটরিং, রিপোর্টিং অ্যান্ড ভেরিফিকেশন ডেটায় এ তথ্য উঠে এসেছে।

রাশিয়া এখন আর নর্দার্ন সি রুট ব্যবহারে অন্য দেশকে বাধা দেবে না। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন সম্প্রতি এক ইকোনমিক ফোরামে এই ঘোষণা দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here