সংবাদ সংক্ষেপ – অক্টোবর

কার্বন শুল্ক আরোপের প্রস্তাব আইসিএসের

কার্বন নিঃসরণ কমানোর প্রক্রিয়াকে আরও বেগবান করতে সমুদ্র পরিবহন খাতে কার্বন শুল্ক আরোপের প্রস্তাব করেছে জাহাজ পরিচালনাকারীদের বৈশ্বিক সংগঠন ইন্টারন্যাশনাল চেম্বার অব শিপিং (আইসিএস)। তাদের এই প্রস্তাব বাস্তবায়িত হলে যেকোনো শিল্প খাতেই কার্বন শুল্কারোপের প্রথম ঘটনা হয়ে থাকবে এটি।

আইসিএস তাদের এই প্রস্তাবনা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) কাছে জমা দিয়েছে। এই শুল্ক প্রস্তাব অনুমোদিত হলে সেখান থেকে যে অর্থ আসবে, তা আইএমওর জলবায়ু তহবিলে জমা হবে।

মুন্দ্রা পোর্টে হেরোইনের বড় চালান জব্দ

আফগানিস্তান থেকে আসা প্রায় তিন টন হেরোইন জব্দ করেছেন ভারতীয় কর্মকর্তারা। এর আনুমানিক মূল্য ২৭২ কোটি ডলার। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

১৫ সেপ্টেম্বর গুজরাটের পশ্চিমাঞ্চলীয় মুন্দ্রা পোর্টে দুটি কনটেইনার আটক করেন ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্সের (ডিআরআই) কর্মকর্তারা। কনটেইনার দুটিতে মাদক রয়েছেÑএমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন তারা। দক্ষিণ ভারতের উপকূলীয় শহর বিজয়াবাড়ার একটি প্রতিষ্ঠান এ দুটি কনটেইনার আমদানি করেছে।

গ্যাবনে ওএসভিতে সশস্ত্র হামলা: গুলিবিদ্ধ দুই, নিখোঁজ এক

গ্যাবনে একটি অফশোর সাপ্লাই ভেসেলে (ওএসভি) সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে, তা সাধারণ কোনো পাইরেসির ঘটনা নয় বলে ধারণা করা হচ্ছে। ওই হামলায় দুজন গুলিবিদ্ধ ও একজন নিখোঁজ রয়েছে।

মুম্বাইয়ের একটি কোম্পানি পরিচালিত ওএসভিটি ১৭ জন ভারতীয় ক্রু নিয়ে ক্যামেরুন থেকে দুবাই যাচ্ছিল। গ্যাবনের ওয়েন্দো অ্যাংকোরেজের কাছে জাহাজটির প্রপালশনে সমস্যা হলে সেটি সেখানে নোঙর করে। এরপর গ্যাবন থেকে তিনজনকে সার্ভিসের জন্য ভাড়া করা হয়। তারা হামলায় জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

কার্নিভালের বুকিং করোনা-পূর্ব পর্যায়ে ফিরে এসেছে

করোনা মহামারিতে সবার আগে যে শিল্পে স্থবিরতা নেমে এসেছিল, সেটি হলো বৈশি^ক ভ্রমণ খাত। আশার কথা হলো, সেই স্থবিরতা কাটিয়ে খাতটি আবার গতিশীল হতে শুরু করেছে। ব্রিটিশ-আমেরিকান ক্রুজ অপারেটর কার্নিভাল করপোরেশন জানিয়েছে, ২০২২ সালের দ্বিতীয়ার্ধের জন্য ক্রুজ বুকিং করোনা-পূর্ব মাত্রাকেও ছাড়িয়ে গেছে।

কার্নিভালের মোট ৯টি ব্র্যান্ডের মধ্যে আটটি এরই মধ্যে পুনরায় কার্যক্রম শুরু করেছে। কার্নিভাল আশা করছে, অক্টোবরের শেষ নাগাদ তাদের মোট ফ্লিট ক্যাপাসিটির অর্ধেকের বেশি যাত্রীসেবায় নিযুক্ত হবে।

করোনার বাধা সত্ত্বেও ভিয়েতনামের বন্দরগুলোয় কার্গো হ্যান্ডলিং বেড়েছে

গত গ্রীষ্মজুড়েই লকডাউনের বিধিনিষেধের জালে আটকা পড়েছিল ভিয়েতনামের বন্দরগুলো। তারপরও চলতি বছরের প্রথম ৯ মাসে সেখানে ৫৩ কোটি ৭০ লাখ টনের বেশি পণ্য হ্যান্ডলিং হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ শতাংশ বেশি। ভিয়েতনাম মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশনের সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

ভিয়েতনামের বেশির ভাগ কনটেইনার হ্যান্ডলিং হয় দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলোয়। সেখানে গত ৯ মাসে হ্যান্ডলিং বেড়েছে ১৫ শতাংশ। রপ্তানি পণ্যের হ্যান্ডলিং বেড়েছে ১৩ শতাংশ, আর আমদানি পণ্যের ১৮ শতাংশ।

কনটেইনার ম্যানুফ্যাকচারিং ব্যবসা বিক্রি করছে মায়েরস্ক

নিজেদের কনটেইনার ম্যানুফ্যাকচারিং ব্যবসা চায়না ইন্টারন্যাশনাল মেরিন কনটেইনারস লিমিটেডের কাছে বিক্রি করে দিচ্ছে এপি মোলার-মায়েরস্ক। উভয়পক্ষের দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে এই লেনদেন সম্পন্ন করা হচ্ছে। মায়েরস্ক এখন পরিবহন ও লজিস্টিকস ব্যবসার দিকে বেশি নজর দিচ্ছে। অন্যদিকে কনটেইনার ম্যানুফ্যাকচারার হিসেবে বিশে^ শীর্ষস্থানে যেতে চাইছে চীন।

এই অধিগ্রহণে মায়েরস্কের কনটেইনার ব্যবসার মূল্য ধরা হয়েছে ৯৮ কোটি ৭৩ লাখ ডলার। ২০২২ সাল অথবা এর আগেই লেনদেনটি সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে।

বাল্ক ক্যারিয়ার নিবন্ধনে শীর্ষে পানামা

জাহাজ নিবন্ধনে ১৯৯৩ সাল থেকেই শীর্ষে রয়েছে পানামা। বিশেষ করে বাল্ক ক্যারিয়ার নিবন্ধনে তারা অন্য ফ্ল্যাগ স্টেটগুলোর চেয়ে এগিয়ে রয়েছে। এই ক্যাটাগরির বৈশ্বিক বহরের ২২ শতাংশই পানামায় নিবন্ধিত। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট-এই আট মাসে ২১৮টি নবনির্মিত জাহাজ পানামায় নিবন্ধন করেছে। এর মধ্যে ৬১টি জাহাজ বাল্ক ক্যারিয়ার সেগমেন্টের।

বিশে^র ২৪টি বৃহদাকার কনটেইনার জাহাজ পানামা শিপ রেজিস্ট্রির পতাকা নিয়ে চলাচল করছে। এছাড়া পানামার পতাকাবাহী ফ্লিটে রয়েছে ৪২টি ক্রুজ শিপ।

যুক্তরাষ্ট্রে কনটেইনার জাহাজের অপেক্ষায় রেকর্ড

যুক্তরাষ্ট্রের বন্দরগুলোয় জাহাজজটের সমস্যার সমাধান হবে কি, বরং তা আরও তীব্র হচ্ছে। গত ১৩ সেপ্টেম্বর রেকর্ড ৬০টি কনটেইনার জাহাজকে লস অ্যাঞ্জেলেস/লং বিচ পোর্টে বার্থিংয়ের জন্য স্যান পেদ্রো বে-তে অপেক্ষা করতে দেখা গেছে।

করোনা মহামারির তা-ব এখনো পুরোপুরি শেষ হয়নি। তারপরও যুক্তরাষ্ট্রে ভোক্তা চাহিদায় যতটুকু ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে, তাতেই বন্দরগুলোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রে এশীয় পণ্যের প্রবেশদ্বার লস অ্যাঞ্জেলেস বন্দরে এরই মধ্যে পণ্য হ্যান্ডলিং ৩০ শতাংশ বেড়েছে।

বৃহৎ অফশোর উইন্ড পোর্ট হচ্ছে সালেম হারবার

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের দ্বিতীয় বৃহত্তম অফশোর উইন্ড পোর্ট হতে যাচ্ছে সালেম হারবার। সরকারি-বেসরকারি অংশীদারিত্বে সেখানে উন্নয়নকাজ চালানো হবে।

যুক্তরাষ্ট্রের প্রথম বাণিজ্যিক অফশোর উইন্ড ফার্ম হিসেবে এই প্রকল্পে কাজ করবে ভিনিয়ার্ড উইন্ড। সঙ্গে থাকবে ক্রাউলি মেরিটাইম করপোরেশন ও সিটি অব সালেম কর্তৃপক্ষ। আগামী বছর এই প্রকল্পের কাজ শুরু হবে। প্রকল্পটিতে কাজ শুরুর জন্য এরই মধ্যে ২৩০ কোটি ডলার ঋণের সংস্থান করেছে ভিনিয়ার্ড উইন্ড।

আটলান্টিকে শক্তিশালী হারিকেনের ভেতরে গিয়ে ভিডিও করেছে সেইলড্রোন

আটলান্টিক মহাসাগরে হারিকেনগুলোর স্বরূপ বুঝতে সেখানে পাঁচটি বিশেষ সেইলড্রোন দিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফারিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) ও সেইলড্রোন ইনকরপোরেশন। সম্প্রতি তাদের একটি আনম্যানড সারফেস ভেসেল (ইউএসভি) শক্তিশালী একটি হারিকেনের ভেতরে গিয়ে ভিডিও ফুটেজ সংগ্রহ করতে সক্ষম হয়েছে। এই ভিডিও এরই মধ্যে প্রকাশ করা হয়েছে।

ক্যাটাগরি ফোর হারিকেন স্যামের ভিডিও সংগ্রহ করতে গিয়ে সেইলড্রোন এক্সপ্লোরার এসডি ১০৪৫-কে ৫০ ফুট উচ্চতার ঢেউ ও ঘণ্টায় ১২০ মাইল গতিবেগের বাতাসের মোকাবিলা করতে হয়েছে।

আইএএলএর স্ট্যাটাস পরিবর্তনের পালে হাওয়া

কনভেনশন অন দ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মেরিন এইডস টু নেভিগেশনের প্রতি সমর্থন জানাতে একটি আইনি প্রকল্প হাতে নিয়েছে ফিনল্যান্ডের পরিবহন মন্ত্রণালয়।

২০১৪ সালের মে মাসে সাধারণ অধিবেশনে নিজেদের স্ট্যাটাস পরিবর্তনের সিদ্ধান্ত নেয় ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব মেরিন এইডস টু নেভিগেশন অ্যান্ড লাইটহাউস অথরিটিজ (আইএএলএ)। তাদের সুপারিশগুলো যেন আন্তর্জাতিকভাবে প্রভাব ফেলতে পারে, সেই লক্ষ্যেই মূলত আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক সংস্থা হিসেবে আত্মপ্রকাশের এই সিদ্ধান্ত। ফিনল্যান্ডের নতুন পদক্ষেপে তাদের সেই উদ্যোগ আরও সুসংহত হলো।

জার্মানির উত্তরাঞ্চলীয় বন্দরগুলো হবে হাইড্রোজেন হাব

পোর্ট অব রটারডাম থেকে গ্রিন হাইড্রোজেন আমদানির ক্ষেত্রে জার্মানির উত্তরাঞ্চলীয় রুয়ার অভ্যন্তরীণ বন্দরগুলোকে রিজিওনাল হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। আর এই কাজে জার্মানির ডেল্টাপোর্টকে সহায়তা করবে রটারডাম বন্দর কর্তৃপক্ষ।

সম্প্রতি দুই পক্ষ এ বিষয়ে একটি ডিক্লারেশন অব ইন্টেন্ট-এ স্বাক্ষর করেছে। তারা ছাড়াও এই প্রকল্পে কাজ করবে জার্মানির থাইসেনগ্যাস, জ্বালানি কোম্পানি ইরন, কোল্ডস্টোর অপারেটর নর্ডফ্রস্ট ও রিজিওনাল ডেভেলপমেন্ট কোম্পানি ক্রেইস ওয়েসেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here