কোভিড-১৯ মহামারি পুরো বিশ্বের সমুদ্র পরিবহন খাতে যে চ্যালেঞ্জ তৈরি করেছে, আফ্রিকার শিপিং কোম্পানিগুলোকেও সেই একই চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হচ্ছে। কনটেইনারসংকট, জাহাজজটের মতো বিষয়গুলো তাদের জন্য শিপিং কার্যক্রম পরিচালনা কঠিন করে তুলেছে।

আলফালাইনারের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, কোভিডযুগে সাপ্লাই চেইনে যে স্থবিরতা তৈরি হয়েছে, তার কারণে সরবরাহকারীদের জাহাজ পেতে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে। বর্তমানে চাহিদার তুলনায় জাহাজ মিলছে কম। এ অবস্থায় বৈশ্বিক বহরের বেশির ভাগই পূর্ব-পশ্চিম, ট্রান্সপ্যাসিফিক ও ট্রান্সআটলান্টিকের মতো তুলনামূলক লাভজনক রুটে চলাচল করছে। এতে বিপাকে পড়েছে আফ্রিকা রুটে পণ্য সরবরাহকারীরা। এই রুটে সেবাদানকারী শিপিং কোম্পানিগুলোর পরিবহনসক্ষমতা আগের বছরের তুলনায় ৬ দশমিক ৫ শতাংশ কমেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here