২০৩২ সাল নাগাদ তিন শতাধিক জাহাজ নির্মাণ করবে রুশ সরকার। সাবসিডাইজড লিজিং প্রোগ্রামের অধীনে এসব জাহাজ নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়।
সম্প্রতি এক অনুষ্ঠানে রাশিয়ার বাণিজ্য প্রতিমন্ত্রী ওলেগ রিয়াজান্তসেভ বলেন, ‘সাবসিডাইজড লিজিং ছাড়া আমরা কোনো কর্মসূচিই বাস্তবায়ন করতে পারব না। এই প্রকল্পের জন্য ন্যাশনাল ওয়েলথ ফান্ড থেকে ১০ হাজার ৮০০ কোটি রুবল বরাদ্দ করেছেন প্রেসিডেন্ট ব্লাদিমির পুতিন। আমরা, অর্থ মন্ত্রণালয় ও অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয় প্রেসিডেন্টের সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছি।’ তিনি জানান, সরকারি তহবিল থেকে যে ভর্তুকি পাওয়া যাবে, তার প্রায় সমান অর্থ মূলধনি ঋণবাজার থেকে উত্তোলন করা হবে। এছাড়া ৪ হাজার কোটি রুবল সংগ্রহ করা হবে, স্টেট শিপবিল্ডিং ডেভেলপমেন্ট প্রোগ্রামের অধীনে।