গত সাড়ে চার দশকের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের পথে নিজস্ব শিপিং সার্ভিস চালু করেছে ফিলিপাইন। সম্প্রতি ফিলিপাইনে নিবন্ধিত একটি জাহাজ কনটেইনার ও অন্যান্য পণ্য নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে বিরতিহীন যাত্রা শুরু করেছে।

১৩ হাজার ৭৫০ ডিডব্লিউটি কনটেইনারশিপ ‘আইরিস পাওয়েই’ পরিচালনার দায়িত্বে রয়েছে আইরিস লজিস্টিকস কোম্পানি। ম্যানিলা থেকে যাত্রা করে জাহাজটি ফিলিপাইনেরই সেবু ও দাভাও-তে অন্তর্বর্তী যাত্রাবিরতি দেবে। এরপর ২৭ দিনের নিরবচ্ছিন্ন যাত্রা শেষে ক্যালিফোর্নিয়ার লং বিচ বন্দরে পৌঁছাবে জাহাজটি। ২০০৬ সালে তৈরি জাহাজটি ১ হাজার ১০০ টিইইউ কনটেইনার পরিবহন করতে সক্ষম। বিদেশি জাহাজগুলোয় করে যুক্তরাষ্ট্রে পণ্য পাঠাতে ফিলিপাইনের অনেক বেশি খরচ হচ্ছিল। এছাড়া চলতি বছর জাহাজে স্থানসংকুলানও যেন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে। এই সংকট কাটাতেই নিজস্ব শিপিং সার্ভিস চালু করেছে ফিলিপাইন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here