অফশোর উইন্ড প্রকল্পের ব্যাপ্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

জলবায়ু পরিবর্তন প্রতিরোধের লক্ষ্যে বিদ্যুৎ উৎপাদন খাতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে বেরিয়ে আসতে চাইছে যুক্তরাষ্ট্র। আর এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য নিজেদের উপকূলজুড়ে অফশোর উইন্ড ফার্ম স্থাপনের পথে এগোচ্ছে তারা। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ম্যাসাচুসেটস, ক্যারোলাইনা ও মেক্সিকো উপসাগরে গভীর সমুদ্র বায়ুবিদ্যুৎকেন্দ্র স্থাপনের নতুন পরিকল্পনা ঘোষণা করেছে বাইডেন প্রশাসন।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র যতগুলো গভীর সমুদ্র বায়ুবিদ্যুৎ প্রকল্প হাতে নিয়েছে, তার বেশির ভাগই উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর আটলান্টিক উপকূলে অবস্থিত। তবে সরকার এখন আটলান্টিকের দক্ষিণাঞ্চল ও পশ্চিম উপকূলসহ অন্যান্য এলাকায় উইন্ড ফার্ম স্থাপনে জোর তৎপরতা চালাচ্ছে। উল্লেখ্য, ২০৩০ সাল নাগাদ গভীর সমুদ্র বায়ুবিদ্যুৎ প্রকল্প থেকে ৩০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে যুক্তরাষ্ট্রের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here