চট্টগ্রাম বন্দরে যুক্ত হয়েছে ১০০ টন পরিবহন ক্ষমতার ক্রেন

চট্টগ্রাম বন্দরের যন্ত্রপাতির বহরে যুক্ত হয়েছে ১০০ টন পরিবহন ক্ষমতার দুটি ক্রেন। এই সক্ষমতার ক্রেন প্রথম যুক্ত হলো। একই সাথে ৫০ টনের দুটি ক্রেনও বহরে যুক্ত হয়েছে। ক্রেন চারটি টেস্ট কমিশনিংয়ের পর মূল অপারেশনে যুক্ত হয়েছে। ডিসেম্বর থেকে মার্চের মধ্যে চারটি কী গ্যান্ট্রি ক্রেনসহ আরও যন্ত্রপাতি বন্দরের বহরে যুক্ত হবে। নতুন এসব যন্ত্রপাতি যুক্ত হলে বন্দরের উৎপাদনশীলতা আরও বৃদ্ধি পাবে।

বন্দর কর্তৃপক্ষ ৯০০ কোটি টাকা ব্যয়ে ৪টি কী গ্যান্ট্রি ক্রেনসহ সর্বমোট ১০৪টি যন্ত্রপাতি কেনার একটি প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্পের আওতায় ১০০ টন পরিবহন ক্ষমতার ২টি, ৫০ টন পরিবহন ক্ষমতার ২টি, ৩০ টন পরিবহন ক্ষমতার ২টি, ২০ টন পরিবহন ক্ষমতার ১২টি, ১০ টন পরিবহন ক্ষমতার ২৩টি মোবাইল ক্রেন, ১১টি রাবার টায়ার্ড গ্যান্ট্রি ক্রেন (আরটিজি), ২১টি ফোর-হাই স্ট্র্যাডল ক্যারিয়ার, ৬টি টু-হাই স্ট্র্যাডল ক্যারিয়ার, ৪টি রিচ স্টেকার, ২টি কনটেইনার মোভার, ৪টি ৪৫ টন পরিবহন ক্ষমতার ভেরিয়েবল রিচ ট্রাক, ২টি লগ হ্যান্ডলার-স্টেকার, ৪টি ২০ টন পরিবহন ক্ষমতার ফর্ক লিফট ট্রাক, ১টি ৩৫ টন পরিবহন ক্ষমতার ম্যাটেরিয়াল-মাল্টি হ্যান্ডলার, ২টি লো বেড ট্রেইলার ও ২টি হেভি ট্রাক্টর কেনা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here