মৎস্যসম্পদের সুরক্ষায় হারানো অবস্থান ফিরে পাওয়ার প্রত্যাশায় ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার সাবেক মৎস্যসম্পদমন্ত্রী এধি প্রাবোয়ো লবস্টারের পোনা আহরণের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিলেন। এতে দেশটির মৎস্যসম্পদের সুরক্ষা হুমকির মুখে পড়েছিল। অভিযোগ ছিল, প্রাবোয়ো উৎকোচের বিনিময়ে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছিলেন। ইন্দোনেশিয়ার দুর্নীতি দমন কমিশনের (কেপিকে) তদন্তে এই অপরাধ প্রমাণও হয়েছে, যার ফলে গত জুলাইয়ে পাঁচ বছরের কারাদ- হয়েছে প্রাবোয়োর।

পরিবেশবাদী ও মৎস্য সুরক্ষা সংস্থাগুলো কমিশনের এই তৎপরতাকে স্বাগত জানিয়েছে। তারা বলছে, এর মাধ্যমে টেকসই সমুদ্রনীতি কার্যকরের ক্ষেত্রে ইন্দোনেশিয়া তার হারানো অবস্থান আবার ফিরে পাবে। প্রাবোয়োর উত্তরসূরি সুসি পুদজিয়াস্তুতি ইন্দোনেশিয়ায় অবৈধ মৎস্য আহরণের বিরুদ্ধে বেশ কঠোর অবস্থান নিয়েছিলেন। সে সময় মৎস্যসম্পদের সুরক্ষায় ইন্দোনেশিয়া বৈশি^ক পরিম-লে প্রথম সারিতে অবস্থান করছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here