সাম্প্রতিক সময়ে সমুদ্র পরিবহন খাতে অন্যতম আলোচ্য বিষয় হলো যুক্তরাষ্ট্রের বন্দরগুলোয় তৈরি হওয়া ভয়াবহ জাহাজজট। লস অ্যাঞ্জেলেস ও লং বিচের মতো গুরুত্বপূর্ণ বন্দরগুলোয় জাহাজগুলোকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, যা সাপ্লাই চেইনের ওপর মারাত্মক চাপ তৈরি করছে। এ অবস্থায় বন্দরগুলোয় গতিশীলতা ফিরিয়ে আনতে বিভিন্ন রাজ্যের বন্দর কর্তৃপক্ষগুলো অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে।
বন্দরগুলোর আধুনিকায়ন, সম্প্রসারণ ও সংস্কারের প্রস্তাবনা এরই মধ্যে কংগ্রেসের কাছে পাঠানো হয়েছে। কংগ্রেস এই বিল পাস করলে কেন্দ্রীয় তহবিল থেকে তহবিল বরাদ্দ করা হবে। তবে কেন্দ্রীয় তহবিলের এই বরাদ্দ প্রয়োজনীয় অবকাঠামো ব্যয়ের জন্য পর্যাপ্ত না-ও হতে পারে। এ কারণে রাজ্য সরকারগুলো সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে পৃথকভাবে তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে।