২০২২ সালে জাহাজ নির্মাণ কার্যাদেশ কমতে পারে

চলতি বছর জাহাজ নির্মাণ কার্যাদেশে বেশ চাঙ্গাভাব দেখা গেছে। তবে আগামী বছর এতে কিছুটা ভাটা পড়তে পারে বলে ধারণা করছে দক্ষিণ কোরিয়া। এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব কোরিয়ার সর্বশেষ এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আগামী বছর জাহাজ নির্মাণের নতুন কার্যাদেশ কমতে পারে ১৫-২৩ শতাংশ। ব্যাংকের ওভারসিজ ইকোনমিক রিসার্চ ইনস্টিটিউট প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর সমুদ্র পরিবহন খাতে জাহাজ ভাড়া তিন-চার গুণ বেড়েছে। বিষয়টি এ বছর জাহাজ নির্মাণের কার্যাদেশ বেড়ে যাওয়ায় বড় ভূমিকা রেখেছে।

চলতি বছর নতুন কার্যাদেশ ৪ কোটি ১০ লাখ টন ছাড়িয়ে যাবে বলে প্রতিবেদনে ধারণা করা হয়েছে, ২০২০ সালের তুলনায় যা ৮০ শতাংশ বেশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here