বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের দুরাবস্থার মধ্যেও তৃতীয় প্রান্তিকে রেকর্ড মুনাফা অর্জনের কথা জানিয়েছে জাপানি শিপিং কোম্পানিগুলো। মূলত জাহাজ ভাড়া বেশি থাকার কারণেই এই মুনাফা করতে পেরেছে তারা।
তৃতীয় প্রান্তিকে জাপানের বৃহত্তম শিপিং কোম্পানি নিপ্পন ইউসেনের মোট মুনাফা হয়েছে ২৬ হাজার কোটি ইয়েন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ গুণ বেশি। ২০০২ সালের পর এটি কোম্পানিটির সবেেচয়ে বড় অংকের মুনাফা।
জাপানের তৃতীয় বৃহত্তম শিপিং কোম্পানি কাওয়াসাকি কাইসেনের মুনাফা ১৪ গুণ বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪০০ কোটি ইয়েন। মিতসুই ওএসকের প্রান্তিকীয় মুনাফা বেড়েছে প্রায় সাতগুণ। বিশ্বের প্রতি পাঁচটি কনটেইনারের একটি পরিবহনকারী মায়েরস্কের এ সময়ে মুনাফা বেড়েছে তিনগুণ।
কোম্পানিগুলোর এই সুসময়ের নেপথ্যে রয়েছে জাহাজ ভাড়া অস্বাভাবিক হারে বেড়ে যাওয়া। ২০০৮ সালের পর এবার জাহাজ ভাড়া বৃদ্ধির হার সবচেয়ে বেশি।