রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার পাচ্ছে ১৯ প্রতিষ্ঠান

রাজধানীর মতিঝিল শিল্প ভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন

রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার-২০১৯ পাচ্ছে ১৯ প্রতিষ্ঠান। বুধবার (৩ নভেম্বর) রাজধানীর মতিঝিল শিল্প ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্পসচিব জাকিয়া সুলতানাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বেসরকারি খাতকে প্রণোদনা ও সৃজনশীলতাকে উৎসাহ প্রদানের জন্য শিল্প মন্ত্রণালয় থেকে পঞ্চমবারের মতো রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার ২০১৯ প্রদান করা হবে। শিল্পপ্রতিষ্ঠানের শ্রেণিবিন্যাস অনুযায়ী ছয় ক্যাটাগরির শিল্পের জন্য তিনটি করে মোট ১৮টি শিল্পপ্রতিষ্ঠান ও উদ্যোক্তাকে এ পুরস্কার প্রদান করা হবে। এ বছর দুটি ক্যাটাগরির দুটি পজিশনে যৌথভাবে দুটি করে প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় ও একটি ক্যাটাগরিতে মাত্র দুটি প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় মোট ১৯টি শিল্পপ্রতিষ্ঠানকে ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০১৯’ দেওয়া হচ্ছে।

বৃহৎ শিল্প ক্যাটাগরিতে যৌথভাবে প্রথম হয়েছে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি। দ্বিতীয় হয়েছে মীর সিরামিক ও তৃতীয় হয়েছে জাবের অ্যান্ড জোবায়ের ফ্যাব্রিকস। মাঝারি শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে বেঙ্গল পলিমার ওয়্যারস ও দ্বিতীয় হয়েছে নোমান টেরি টাওয়েল মিলস। যৌথভাবে তৃতীয় হয়েছে অকো-টেক্স ও ক্রিমসন রোসেলা সি ফুড। ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে প্রমি অ্যাগ্রো ফুডস, দ্বিতীয় হয়েছে মাধবদী ডায়িং ফিনিশিং মিলস ও তৃতীয় হয়েছে এপিএস হোল্ডিং। মাইক্রো শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে মাসকো ডেইরি এন্টারপ্রাইজ, দ্বিতীয় হয়েছে খান বেকেলাইট প্রডাক্টস ও তৃতীয় হয়েছে রাভেন অ্যাগ্রো কেমিক্যালস। কুটির শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে কোর-দ্য জুট ওয়ার্কস ও দ্বিতীয় হয়েছে সামসুন্নাহার টেক্সটাইল মিলস। হাই-টেক শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, দ্বিতীয় হয়েছে ইনফরমেশন টেকনোলজি কনসালট্যান্টস ও তৃতীয় হয়েছে সামিট কমিউনিকেশনস্।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here