প্লাস্টিক হারভেস্টারের প্রোটোটাইপ পরীক্ষা সম্পন্ন

সাগর থেকে প্লাস্টিক বর্জ্য অপসারণের লক্ষ্যে নিজেদের প্রথম প্লাস্টিক হারভেস্টার প্রোটোটাইপের পরীক্ষা সম্পন্ন করেছে অলাভজনক সংস্থা আওয়ার ক্লিনার প্ল্যানেট। এখন তারা আরও বড় পরিসরে পরীক্ষা চালাতে প্রস্তুত। আর সংস্থাটি পুরোদমে প্লাস্টিক হারভেস্টার সাগরে ব্যবহার শুরুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ২০২৫ সাল।

সাগর থেকে প্লাস্টিক বর্জ্য অপসারণের এই প্রক্রিয়ায় ৫ মাইক্রোন পর্যন্ত ক্ষুদ্রাতিক্ষুদ্র প্লাস্টিক কণা অপসারণ করা সম্ভব। সাগরের উপরিতল থেকে ৬০ ফুট গভীরতা পর্যন্ত অঞ্চল থেকে প্লাস্টিক বর্জ্য অপসারণ করতে পারবে আওয়ার ক্লিনার প্ল্যানেট উদ্ভাবিত এই হারভেস্টার। সংস্থাটি এ ধরনের কয়েকটি জাহাজের একটি বহর গড়ে তুলতে চাইছে, যেখানে প্রতিটি জাহাজ বছরে ১ হাজার টন পর্যন্ত প্লাস্টিক অপসারণ করতে পারবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here