সব বন্দর রেল নেটওয়ার্কের আওতায় আসবে

রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন। ফাইল ছবি

রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রেলওয়ে সম্প্রসারণ করার কাজ হাতে নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব জেলা ও বন্দর রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে। তিনি শুক্রবার (১২ নভেম্বর) কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, রেলওয়েকে একটি আধুনিক ও যুগোপযোগী যোগাযোগ ব্যবস্থা করতে চান প্রধানমন্ত্রী। যেসব জেলায় রেল নেই, সেসব জেলাকে সংযুক্ত করার জন্য নতুন নতুন ট্রেন চালু ও রেললাইন সম্প্রসারণ করা হচ্ছে। এরই মধ্যে ঢাকার সঙ্গে কুড়িগ্রামের যোগাযোগের জন্য কুড়িগ্রাম এক্সপ্রেস নামে ট্রেন চালু করা হয়েছে। এই ট্রেনটি উলিপুর স্টেশন পর্যন্ত চলাচলের জন্য আধুনিকায়ন করা হচ্ছে। পরে রমনা স্টেশন পর্যন্ত চালু করা হবে। এ ছাড়া চিলমারী নৌবন্দরের সঙ্গে রেল যোগাযোগ আরো উন্নত করা হবে। রেলমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী চিলমারী নদীবন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্যও উদ্যোগ গ্রহণ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here