সাপ্লাই চেইনের দুরাবস্থায় মন্থর বিশ্ববাণিজ্যের গতি: ডব্লিউটিও

কোভিড-১৯ মহামারির প্রাথমিক ধাক্কা কাটিয়ে বেশ ভালোভাবেই ফিরে এসেছিল বিশ্ববাণিজ্য। কিন্তু সাপ্লাই চেইনের স্থবিরতার কারণে বাণিজ্যের গতি ফের শ্লথ হয়েছে। সম্প্রতি বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

নভেম্বরে ডব্লিউটিওর গুডস ট্রেড ব্যারোমিটার ১০০ পয়েন্টের বেজলাইনের নিচে নেমে ৯৯ দশমিক ৫ পয়েন্টে অবস্থান করছে। গত আগস্টে এই মান রেকর্ড ১১০ দশমিক ৪ পয়েন্টে উঠে গিয়েছিল। এই পতনের কারণ হিসেবে ডব্লিউটিও বলছে, আমদানি চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় বছরের প্রথমার্ধে বন্দরগুলোর ওপর চাপ তৈরি হয়েছিল। এর ফলে বন্দরে তৈরি হওয়া জট বাণিজ্যে স্থবিরতার কারণ হয়ে দাঁড়ায়। এছাড়া অটোমোবাইল, সেমিকন্ডাক্টরের মতো পণ্যের উৎপাদন কমার কারণেও নভেম্বরে পণ্য বাণিজ্যের গতি শ্লথ হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here