সমুদ্রপথে পণ্য পরিবহনে খরচ বেড়ে যাওয়ার কারণে বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধার ব্যাহত হতে পারে বলে মনে করছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাড। বিশেষ করে সমুদ্র পরিবহনের ওপর নির্ভরশীল ছোট দেশগুলো এর কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সংস্থাটি সতর্ক করেছে।
করোনা মহামারির মন্দাভাব কাটিয়ে ভোগ্যপণ্যের চাহিদা হঠাৎ করে বেড়ে যাওয়ায় বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে অচলাবস্থা তৈরি হয়। কনটেইনার ও জাহাজজটের কারণে সমুদ্রপথে পণ্য পরিবহনে ভাড়াও বেড়ে যায় অস্বাভাবিক হারে। জেনেটার এক পরিসংখ্যান বলছে, নভেম্বরে কনটেইনার ভাড়া বেড়েছে ১৬ দশমিক ৩ শতাংশ। চলতি বছর সার্বিকভাবে এ ব্যয় বছরওয়ারি বেড়েছে ১২১ দশমিক ২ শতাংশ। এই বর্ধিত ব্যয় অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলবে বলে আঙ্কটাড আশঙ্কা করছে।