চট্টগ্রাম ও মালে বন্দরে সরাসরি জাহাজ চলাচলে একমত বাংলাদেশ-মালদ্বীপ

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সরাসরি জাহাজ চলাচলে একমত হয়েছেন দেশ দুটির প্রতিনিধিরা। এর মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর হবে, সম্প্রসারণ ঘটবে বাণিজ্যে। সোমবার (২২ নভেম্বর) রাতে বাংলাদেশে সফররত মালদ্বীপের উপরাষ্ট্রপতি ফয়সাল নাসিমের সঙ্গে রাজধানীর একটি হোটেলে সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বৈঠকে দুদেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচলের বিষয়ে সম্মত হন তারা। মঙ্গলবার (২৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে চট্টগ্রাম ও মালে বন্দরে সরাসরি জাহাজ চলাচলের বিষয়ে বৈঠকে একমত হয়েছেন দুই নেতা। এছাড়া মালদ্বীপে চিকিৎসা, শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে বাংলাদেশ প্রয়োজনীয় সহায়তা দেবে বলেও আশ্বাস দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় বাংলাদেশী প্রবাসীরা মালদ্বীপের অর্থনীতিতে অবদান রাখছে বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে বাংলাদেশ থেকে বিশেষজ্ঞ পেশাজীবী ও চিকিৎসক নিয়োগের আগ্রহ দেখিয়েছেন মালদ্বীপের উপরাষ্ট্রপতি।

বৈঠকে মালদ্বীপের উচ্চশিক্ষামন্ত্রী ড. ইবরাহিম হাসান ও স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নাসিম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, মালদ্বীপের পররাষ্ট্র সচিব আব্দুল গফুর মোহাম্মদ, ঢাকায় নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত শিরুজিমাথ সমির, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here