চট্টগ্রাম-সেন্ট মার্টিন নৌপথে আবারও চালু হয়েছে বিলাসবহুল পর্যটকবাহী জাহাজ ‘বে ওয়ান’। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) চট্টগ্রামের পতেঙ্গার ১৫ নম্বর ঘাট থেকে রাত ১১টায় বে ওয়ান সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যায় জাহাজটি।
চট্টগ্রাম থেকে সেন্ট মার্টিনে যাওয়া–আসাসহ ভাড়া জনপ্রতি সর্বনিম্ন চার হাজার টাকা। দুই থেকে চারজন থাকার বিলাসবহুল কেবিনের সর্বোচ্চ ভাড়া ৬০ হাজার টাকা। কাউন্টার ও অনলাইনে পাওয়া যাবে টিকিট। আগামী মাস থেকে সপ্তাহে তিন দিন নিয়মিত চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়ার সময়সূচি ঠিক করে রেখেছে জাহাজটি পরিচালনাকারী কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড।
পর্যটন মৌসুমে জাহাজটির আবার সমুদ্রযাত্রা উপলক্ষে এদিন সকালে পতেঙ্গার ১৫ নম্বর ঘাটে সংবাদ সম্মেলনের আয়োজন করে কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আবদুর রশিদ বলেন, গত ডিসেম্বরে কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের তত্ত্বাবধানে চট্টগ্রাম-সেন্ট মার্টিন রুটে বে ওয়ান চালু হয়। তবে করোনা মহামারির কারণে গত মার্চে চলাচল বন্ধ রাখা হয়। এখন নতুন উদ্যমে চালু হলেও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে ভাড়া ১৭ শতাংশ পর্যন্ত বেড়েছে। জাহাজটি পরিচালনায় এক দিনের জ্বালানি খরচ ২১ লাখ টাকা।
আবদুর রশিদ বলেন, ‘সরকার সহায়তা করলে বে ওয়ানের ১০ গুণ বড় জাহাজ এনে হাজিদের আনা–নেওয়া করতে পারব। আগে এক মাস লাগত হজে যেতে। এখন আট দিনে জেদ্দা পৌঁছাতে সম্ভব। জাহাজে হাজিদের কষ্ট হবে না। বিমানের চেয়ে জাহাজে পরিসর বেশি।’
অনুষ্ঠানে জানানো হয়, জাহাজটি চলাচল বন্ধ থাকার সময় আরও আধুনিক সুযোগ-সুবিধা সংযোজন করা হয়েছে। জাহাজটিতে ১ হাজার ৮০০ আসনের ব্যবস্থা রয়েছে। ঘণ্টায় ১৮ থেকে ২০ নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম জাহাজটি।
ভাড়া
পর্যটকদের যে কেউ চাইলে আসা-যাওয়ার বা এক পথের টিকিট বুকিং দিতে পারবেন। ভাড়ার নতুন তালিকা অনুযায়ী, ইকোনমি ক্লাস চেয়ারে একবার যাওয়া বা আসার ভাড়া ২ হাজার ২০০ টাকা। আসা-যাওয়া মিলে ভাড়া চার হাজার টাকা। বিজনেস ক্লাসে এক পথের ভাড়া ৩ হাজার টাকা, আসা-যাওয়া মিলে ভাড়া ৫ হাজার ৪০০ টাকা। বাংকার বেডের এক পথের ভাড়া ৪ হাজার ৪০০ টাকা, আসা-যাওয়া মিলে ৮ হাজার টাকা। ওপেন ডেকের এক পথে ৪ হাজার, আসা-যাওয়ার ভাড়া ৬ হাজার ৫০০ টাকা। আসা-যাওয়া মিলে দুজনের ভিআইপি কেবিন ৪০ হাজার টাকা, রয়্যাল কেবিন ৫৫ হাজার টাকা, ভিভিআইপি কেবিন ৬০ হাজার টাকা। এ ছাড়া ৪ জনের ভিআইপি প্রেসিডেনশিয়াল প্লাস কেবিন বা ফ্যামিলি বাংকার কেবিন ৬০ হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।