বহুপক্ষীয় যেকোনো বাণিজ্য আলোচনায় সমুদ্র পরিবহনের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার জন্য বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালকের প্রতি আহ্বান জানিয়েছে ইন্টারন্যাশনাল চেম্বার অব শিপিং (আইসিএস)। ডব্লিউটিওর উচ্চ পর্যায়ের বৈঠককে সামনে রেখে এ আহ্বান জানিয়েছে তারা।
সমুদ্র পরিবহন সেবার উদারীকরণের বিষয়ে ডব্লিউটিওতে আলোচনা কয়েক বছর ধরে থমকে রয়েছে। এর আগে বিভিন্ন আলোচনায় সরকারগুলো এ বিষয়ে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলো আইনি রূপ পাওয়ার প্রক্রিয়াও মুখ থুবড়ে পড়েছে। এ অবস্থায় বিষয়টি নিয়ে ইতিবাচক উপসংহারে পৌঁছনোর জন্য ডব্লিউআইটিওর কার্যকর পদক্ষেপ কামনা করছে আইসিএস। সম্প্রতি ব্যবসায়িক নেতাদের সঙ্গে এক ব্রিফিং সেশনে ডব্লিউটিওর মহাপরিচালকের প্রতি তারা আহ্বান জানিয়েছে, সংস্থাটির পরবর্তী বৈঠকে যেন বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয়।