২৩ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি

দুই দিনের আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে ২৭০ কোটি ডলার বা প্রায় ২৩ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রতিশ্রুতি পাওয়া গেছে। সোমবার (২৯ নভেম্বর) সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম। তিনি জানান, এ বিনিয়োগ প্রতিশ্রুতির বেশির ভাগই সৌদি আরবের। ওষুধ ও হাসপাতাল নির্মাণে দেশটির ইঞ্জিনিয়ারিং ডাইমেনশন্স বড় বিনিয়োগ করছে। এ ছাড়া তুরস্ক ও চীন থেকেও কিছু প্রতিশ্রুতি পাওয়া গেছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বার্জার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী । এর আগে সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে সালমান এফ রহমান বলেন, এরই মধ্যে বিনিয়োগসংক্রান্ত কিছু সমঝোতা স্মারক সই হয়েছে। আগামী কয়েক দিনে আরও কিছু সমঝোতা স্মারক সই হবে।

ঢাকার রেডিসন ব্লু হোটেলে দুই দিনের এ আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের আয়োজন করে বিডা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here