পানামা খাল ব্যবহারকারী জাহাজগুলোর গ্রিনহাউজ গ্যাস নিঃসরণের ওপর ফি আরোপের পরিকল্পনা করছে পানামা খাল কর্তৃপক্ষ। বিশ্বের প্রথম কোনো সরকারি সংস্থা হিসেবে এই ফি আরোপ করবে তারা।
সম্প্রতি পানামা ক্যানেল অথরিটির একজন কর্মকর্তা জানিয়েছেন, কর্তৃপক্ষ নতুন একটি ‘গ্রিন ভেসেল ক্লাসিফিকেশন’ সিস্টেম চালু করতে যাচ্ছে, যেখানে ‘গ্রিনহাউজ গ্যাস এমিশন ফি’ আরোপের ব্যবস্থা রাখা হয়েছে।
জাহাজ থেকে কার্বন নিঃসরণ কমানোর চলমান উদ্যোগের অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে খাল কর্তৃপক্ষ। এর আগে দীর্ঘদিন ধরে তারা পরিবেশবান্ধব শিপিংকে উৎসাহিত করতে বিশেষ প্রণোদনা কর্মসূচি চালিয়ে আসছে। এই কর্মসূচির অধীনে পয়েন্ট ব্যবস্থা রাখা হয়, যেখানে পরিবেশবান্ধব জাহাজগুলো পানামা খালের কাস্টোমার র্যাংকিংয়ে দ্রুত উন্নতি লাভ করে। গ্রিনহাউজ গ্যাস ফি আরোপের মাধ্যমে নিঃসরণ কমানোর এই প্রচেষ্টায় আরও এক ধাপ এগিয়ে গেল খাল কর্তৃপক্ষ।
ফির পরিমাণ কত হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি এখন পর্যন্ত। কর্তৃপক্ষ জানিয়েছে, কীভাবে নতুন নিয়মের বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে জাহাজমালিকদের সঙ্গে আলোচনা চলছে তাদের।