বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল ১৪ নভেম্বর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন।

যুক্তরাষ্ট্র দূতাবাসের একটি প্রতিনিধিদল ১৪ নভেম্বর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বন্দর সচিব মো. ওমর ফারুক উপস্থিত ছিলেন।

জার্মান দূতাবাসের তিন সদস্যের একটি প্রতিনিধিদল ৩০ নভেম্বর চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বন্দর সচিব মো. ওমর ফারুক উপস্থিত ছিলেন।

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ৭ নভেম্বর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন ৮ নভেম্বর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন।