রপ্তানিমুখী বিদেশী বিনিয়োগ অর্থনীতির জন্য ইতিবাচক

দেশের অবকাঠামো উন্নয়নে মেগা প্রকল্পগুলো অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। তবে এ প্রকল্পগুলো যদি আরো বেশি রপ্তানিমুখী এফডিআইকে উৎসাহিত করতে পারে, তবে সেটি হবে অর্থনীতির জন্য বড় সুখবর। এসব প্রকল্পের জন্য গৃহীত ঋণ যেন এসব প্রকল্প থেকে আসা অর্থ থেকে পরিশোধ করা যায় সেটিও দেখতে হবে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) বার্ষিক সম্মেলনের শেষ দিনে শুক্রবার (৩ ডিসেম্বর) এক বক্তৃতায় এসব কথা বলেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, এলডিসি-পরবর্তী সময়ে আমরা কীভাবে নিজেদের অর্থনৈতিক উন্নয়নকে ধরে রাখতে পারব, সে বিষয়ে আমাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে আগামীর বিশ্বের সঙ্গে এলডিসি উত্তরণের পরবর্তী সময়ে প্রতিযোগিতার জন্য প্রস্তুত হতে হবে। সরকারগুলো প্রায়ই ব্যবসায়ীদের ওপর নির্ভর করার ভুল করে থাকে। যেটি দীর্ঘমেয়াদে অসুবিধার সৃষ্টি করে। ফলে আগামীর প্রতিযোগিতার জন্য সরকারের প্রস্তুত হওয়ার বিকল্প নেই।

বিআইডিএসের তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলনের শেষ দিনের অন্য অধিবেশনে অনলাইন ব্যবসার কারণে ক্ষুদ্র ও অনানুষ্ঠানিকভাবে পরিচালিত ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষতির বিষয় তুলে ধরা হয়। দেশের উন্নয়নের ক্ষেত্রে লিঙ্গ সমতার চিত্র তুলে ধরা হয় ‘ইজ বাংলাদেশ এ জেন্ডার ইন ডেভেলপমেন্ট সাকসেস স্টোরি’ শীর্ষক বক্তৃতায়। এ ছাড়া বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নের নানা দিক উঠে আসে ‘টুওয়ার্ড এ রিভাইজড আন্ডারস্ট্যান্ডিং অব আগরারিয়ান বাংলাদেশ’ শীর্ষক আলোচনায়। বিআইডিএসের তিনদিনের বার্ষিক সম্মেলনে দেশের যানজটে ক্ষতি, নগরায়ণ, ই-কমার্সের প্রভাব, নারীর ক্ষমতায়ন, নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here