জাপানে অফশোর ফার্মে যৌথভাবে কাজ করবে ফ্লোটেশন এনার্জি-এমওএল

জাপানে একটি অফশোর উইন্ড ফার্ম প্রকল্পে একসঙ্গে কাজ করবে মিৎসুই ওএসকে লাইনস লিমিটেড (এমওএল) ও ফ্লোটেশন এনার্জি পিএলসি (ফ্লোটেশন এনার্জি)। সম্প্রতি কোম্পানি দুটির মধ্যে এ বিষয়ে একটি চুক্তিত স্বাক্ষর হয়েছে।

জাপানে ২ গিগাওয়াট সক্ষমতার গভীর সমুদ্র বায়ুবিদ্যুৎ প্রকল্প স্থাপনের কাজ করছে ফ্লোটেশন এনার্জি (জাপান) কোম্পানি লিমিটেড। এই প্রকল্পে লোকাল সাপ্লাই চেইন গড়ে তোলার কাজ করবে এমওএল। আর সার্বিক প্রকল্প ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে ফ্লোটেশন এনার্জি।

২০৪০ সাল নাগাদ গভীর সমুদ্র বায়ুবিদ্যুৎ প্রকল্পগুলো থেকে মোট ৪৫ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে জাপান সরকারের। ২০৫০ সাল নাগাদ কার্বন নিরপেক্ষতা অর্জনের লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে অফশোর ফার্মের ওপর নির্ভরতা বাড়াচ্ছে দেশটি। আর এই উদ্যোগে বড় অবদান রাখতেই এক সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে ফ্লোটেশন এনার্জি ও এমওএল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here