সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও বাহরাইনের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্কোন্নয়নের পর আরব-ইসরায়েলি বাণিজ্যে উন্নতি হওয়ার আশা করা হচ্ছিল। কিন্তু গত দুই সপ্তাহে সেই উন্নতির পথে নতুন করে সংকট তৈরি হয়েছে। আর এই সংকটের নেপথ্যে রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে কুয়েতের কঠোর অবস্থান। সম্প্রতি কুয়েত জানিয়েছে, ইসরায়েল ও তাদের মধ্যে চলাচলকারী কিংবা ইসরায়েলে পণ্য পরিবহনকারী জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে তারা।
এদিকে কুয়েতের এই ঘোষণার মধ্যেই ইসরায়েল-আরব বাণিজ্য উন্নয়নের পথে নতুন অশনি সংকেত হিসেবে হাজির হয়েছে ডিপি ওয়ার্ল্ডের একটি সিদ্ধান্ত। দুবাইভিত্তিক বন্দর পরিচালনাকারী সংস্থাটি সম্প্রতি জানিয়েছে, ইসরায়েলের বৃহত্তম আন্তর্জাতিক বন্দর পোর্ট অব হাইফার বেসরকারিকরণ নিলাম প্রক্রিয়া থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে তারা।
ইউএই ও বাহরাইনের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্কে উন্নয়ন হলেও কুয়েত বরাবরই এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, অন্যরা সম্পর্ক স্বাভাবিক করলেও তারা করবে না।
এদিকে হাইফা পোর্ট পরিচালনা কার্যক্রম বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া এগিয়ে যাওয়ার মধ্যেই নিজেদের নিলাম থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিল ডিপি ওয়ার্ল্ড। এতে প্রক্রিয়াটি দীর্ঘায়িত হবে বলে ধারণা করা হচ্ছে।