চট্টগ্রাম চেম্বারে ‘জাপান ডেস্ক’ উদ্বোধন

জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেটরো) ও জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির (জেবিসিসিআই) যৌথ উদ্যোগে চট্টগ্রাম চেম্বারের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ‘জাপান ডেস্ক’ চালু করা হয়েছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ডেস্ক উদ্বোধন করেন। অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহসভাপতি তরফদার মো. রুহুল আমিন, সহসভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, জাইকা বাংলাদেশের প্রতিনিধি হায়াকাওয়া ইওহো, জেটরোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইওজি আন্দো, ঢাকায় জাপানীজ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি অ্যাসোসিয়েশনের (জেসিআইএডি) সভাপতি হিকারি কাওয়াই, জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির (জেবিসিসিআই) সভাপতি আসিফ এ. চৌধুরী উপস্থিত ছিলেন।

জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, চলতি বছর জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত গত বছরের একই সময়ের তুলনায় জাপানে বাংলাদেশের রপ্তানি ১৩.৪% বৃদ্ধি পেয়েছে। এদেশ দ্রুত বর্ধমান অর্থনীতির কারণে আগামী ৫ বছরের মধ্যে ৩ হাজার মার্কিন ডলার মাথাপিছু আয় অর্জন করবে। বৃহত্তর চট্টগ্রামে মাতারবাড়ি ও মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগরে জাপানী বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সমীক্ষা পরিচালিত হচ্ছে।

চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, বাংলাদেশে জাপানী বিনিয়োগ আরো বৃদ্ধির লক্ষ্যে জেবিসিসিআই ও জেটরোর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের পরবর্তীতে প্রথম পদক্ষেপ হিসেবে এই ডেস্ক স্থাপন করা হয়েছে। আগামী বছর জাপান-বাংলাদেশ বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রামে দূতাবাসের সহযোগিতায় বে অব বেঙ্গল গ্রোথ সামিট আয়োজন করা হবে।

জাপানের যেকোনো বিনিয়োগকারী এই ডেস্কে বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে সহায়তা চাইতে পারবেন। ই-মেইল, টেলিফোন বা সরাসরি এসে বিনিয়োগবিষয়ক যেকোনো সেবা চাইতে পারবেন তাঁরা। এই ডেস্ক থেকে বিনিয়োগের তথ্য-উপাত্ত ও আইনি পরামর্শ দেওয়া হবে। এ ডেস্কের মাধ্যমে বাংলাদেশ, বিশেষ করে চট্টগ্রামের ব্যবসা ও বাণিজ্যবিষয়ক বাজার সমীক্ষা পরিচালনা করে প্রয়োজনীয় পরামর্শ ও সেবা প্রদান করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here