যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির পরিমাণ ছয় মাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। অক্টোবরে দেশটির বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৬ হাজার ৭১০ কোটি ডলার। সেপ্টেম্বরে এই ঘাটতি সর্বোচ্চ উচ্চতায় উঠে যাওয়ার পরের মাসেই উন্নতি দেখল যুক্তরাষ্ট্র।
মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে দেশটির বাণিজ্য ঘাটতি ছিল ৮ হাজার ১৪০ কোটি ডলার। অক্টোবরে তা আগের মাসের তুলনায় ১৭ দশমিক ৬ শতাংশ কমেছে। চলতি বছরের এপ্রিলে ৬ হাজার ৬২০ কোটি ডলার বাণিজ্য ঘাটতির পর অক্টোবরেই যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি এত কমে অবস্থান করছে।
অক্টোবরে যুক্তরাষ্ট্রের রফতানি ৮ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৩৬০ কোটি ডলার। এ সময়ে আমদানি বেড়েছে দশমিক ৯ শতাংশ, যার পরিমাণ ছিল ২৯ হাজার ৭০ কোটি ডলার।
বিশ্লেষকরা মনে করছেন, বৈশ্বিক সরবরাহ চেইনের জট খুলতে শুরু করায় মার্কিন রফতানি বেড়েছে। এটি বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি রয়েছে চীনের সঙ্গে। অক্টোবরে এই ঘাটতি ১৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ হাজার ১৪০ কোটি ডলার। চলতি বছরের প্রথম ১০ মাসে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৭ শতাংশ বেশি রয়েছে। চলতি বছরের এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের মোট বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে আনুমানিক ৭০ হাজার ৫২০ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৯ দশমিক ৭ শতাংশ বেশি।