সংকট কাটিয়ে প্রবৃদ্ধির পথে যুক্তরাষ্ট্রের খুচরা আমদানি

প্রতিবছরই যুক্তরাষ্ট্রে বছর শেষের ছুটির মৌসুমে ভোগ্যপণ্যের বিক্রি বেড়ে যায়। স্বভাবত আমদানিতেও চাঙ্গাভাব বিরাজ করে। কিন্তু পণ্য ও জাহাজ জটের কারণে এবার সরবরাহ শৃঙ্খল ভেঙ্গে পড়ায় খুচরা আমদানির পরিমাণ কমে যেতে পারে বলে বিশ্লেষকরা ধারণা করছিলেন। তবে ন্যাশনাল রিটেইল ফেডারেশন (এনআরএফ) বলছে, সংকট কাটিয়ে শেষ পর্যন্ত খুচরা আমদানির পরিসংখ্যান শেষ পর্যন্ত বেশ ভালোই থাকবে।

অক্টোবরে কনটেইনার আমদানি আগের বছরের চেয়ে কিছুটা কম রয়েছে। তবে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকলে পুরো বছরের আমদানিতে সার্বিকভাবে ১৮ শতাংশ প্রবৃদ্ধি দেখা যেতে পারে। এনআরএফ বলছে, ২০০২ সালের পর যে পাঁচ মাসে খুচরা আমদানি সবচেয়ে বেশি হয়েছে, চলতি বছরের অক্টোবর তার একটি। এই চাঙ্গাভাবের কারণেই তারা আশা করছে, বছর শেষের হিসাবটা ইতিবাচকই হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here