২০২১ সালে যুক্তরাষ্ট্রের খুচরা আমদানিতে রেকর্ড হচ্ছে: এনআরএফ

ভোক্তা চাহিদার জোয়ারে চলতি বছর খুচরা আমদানিতে রেকর্ড দেখতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

খুচরা আমদানিতে রেকর্ড চাঙ্গাভাবের মধ্য দিয়ে চলতি বছর শেষ করতে চলেছে যুক্তরাষ্ট্র। দেশটির রিটেইল ট্রেড গ্রুপ ন্যাশনাল রিটেইল ফেডারেশনের (এনআরএফ) পূর্বাভাস বলছে, চলতি বছর শেষে যুক্তরাষ্ট্রের মোট খুচরা আমদানি দাঁড়াবে ২ কোটি ৬০ লাখ টিইইউ, যা ২০২০ সালের তুলনায় ১৮ দশমিক ৩ শতাংশ বেশি। শুধু তাই নয়, ২০০২ সালে এনআরএফ আমদানির তথ্য সংগ্রহ শুরুর পর থেকে এবারই সর্বোচ্চ খুচরা আমদানি দেখতে যাচ্ছে দেশটি।

এর আগে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ খুচরা আমদানি ছিল ২০২০ সালে; ২ কোটি ২০ লাখ টিইইউ। কোভিড-১৯ মহামারি সত্ত্বেও গত বছর এই আমদানি বেড়েছিল ১ দশমিক ৯ শতাংশ।

শুধু আমদানির পরিমাণেই নয়, বরং প্রবৃদ্ধির হারেও চলতি বছর রেকর্ড দেখতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর আগে ২০১০ সালে সর্বোচ্চ ১৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল। সে হিসাবে এবার প্রবৃদ্ধির হার বেড়েছে ১ দশমিক ৬ শতাংশীয় পয়েন্ট।

এনআরএফ ধারণা করছে, আগামী বছরের প্রথম চার মাসেও যুক্তরাষ্ট্রের খুচরা আমদানিতে প্রবৃদ্ধি অব্যাহত থাকবে। এ সময়ে প্রতি মাসে গড়ে ২০ লাখ টিইইউর বেশি খুচরা পণ্য আমদানি করবে দেশটি- এমনটাই পূর্বাভাস এনআরএফের। মাসভিত্তিক হিসাবে তারা জানুয়ারিতে আমদানির ধারণা করছে ২২ লাখ ৪০ হাজার টিইইউ, যা চলতি বছরের প্রথম মাসের তুলনায় ৯ শতাংশ বেশি। এছাড়া ফেব্রুয়ারিতে ২০ লাখ, মার্চে ২১ লাখ ৯০ হাজার ও এপ্রিলে ২২ লাখ টিইইউ খুচরা আমদানির পূর্বাভাস দিয়েছে এনআরএফ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here