খুচরা আমদানিতে রেকর্ড চাঙ্গাভাবের মধ্য দিয়ে চলতি বছর শেষ করতে চলেছে যুক্তরাষ্ট্র। দেশটির রিটেইল ট্রেড গ্রুপ ন্যাশনাল রিটেইল ফেডারেশনের (এনআরএফ) পূর্বাভাস বলছে, চলতি বছর শেষে যুক্তরাষ্ট্রের মোট খুচরা আমদানি দাঁড়াবে ২ কোটি ৬০ লাখ টিইইউ, যা ২০২০ সালের তুলনায় ১৮ দশমিক ৩ শতাংশ বেশি। শুধু তাই নয়, ২০০২ সালে এনআরএফ আমদানির তথ্য সংগ্রহ শুরুর পর থেকে এবারই সর্বোচ্চ খুচরা আমদানি দেখতে যাচ্ছে দেশটি।
এর আগে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ খুচরা আমদানি ছিল ২০২০ সালে; ২ কোটি ২০ লাখ টিইইউ। কোভিড-১৯ মহামারি সত্ত্বেও গত বছর এই আমদানি বেড়েছিল ১ দশমিক ৯ শতাংশ।
শুধু আমদানির পরিমাণেই নয়, বরং প্রবৃদ্ধির হারেও চলতি বছর রেকর্ড দেখতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর আগে ২০১০ সালে সর্বোচ্চ ১৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল। সে হিসাবে এবার প্রবৃদ্ধির হার বেড়েছে ১ দশমিক ৬ শতাংশীয় পয়েন্ট।
এনআরএফ ধারণা করছে, আগামী বছরের প্রথম চার মাসেও যুক্তরাষ্ট্রের খুচরা আমদানিতে প্রবৃদ্ধি অব্যাহত থাকবে। এ সময়ে প্রতি মাসে গড়ে ২০ লাখ টিইইউর বেশি খুচরা পণ্য আমদানি করবে দেশটি- এমনটাই পূর্বাভাস এনআরএফের। মাসভিত্তিক হিসাবে তারা জানুয়ারিতে আমদানির ধারণা করছে ২২ লাখ ৪০ হাজার টিইইউ, যা চলতি বছরের প্রথম মাসের তুলনায় ৯ শতাংশ বেশি। এছাড়া ফেব্রুয়ারিতে ২০ লাখ, মার্চে ২১ লাখ ৯০ হাজার ও এপ্রিলে ২২ লাখ টিইইউ খুচরা আমদানির পূর্বাভাস দিয়েছে এনআরএফ।