বাংলাদেশ নৌবাহিনীর সুবর্ণজয়ন্তী উদযাপন

ছবি: আইএসপিআর

জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে শুক্রবার (১০ ডিসেম্বর) ‘নেভাল এনসাইন ১০-স্মৃতিতে অম্লান বঙ্গবন্ধু’ শিরোনামে বাংলাদেশ নৌবাহিনী নানা কর্মসূচি পালন করেছে। এ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বিশেষ শুভেচ্ছা বার্তা প্রদান করেন।

এদিন দেশব্যাপী বর্ণাঢ্য র‌্যালি, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, অসহায়দের মাঝে মানবিক সহায়তা প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এর অংশ হিসেবে ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে সর্বস্তরের কর্মকর্তা ও নাবিকদের সমন্বয়ে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। এ সময় সহকারী নৌপ্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হকসহ নৌসদরের প্রিন্সিপ্রাল স্টাফ অফিসার, পরিচালক, নৌকর্মকর্তা ও সর্বস্তরের নাবিকরা উপস্থিত ছিলেন। পাশাপাশি বানৌজা খিলক্ষেতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান এবং বানৌজা হাজী মহসীন অডিটোরিয়ামে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়।

সকালে খুলনায় অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন ও বীরবিক্রম শহীদ মহিবুল্লাহর সমাধিস্থলে গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে খুলনার শিববাড়ী মোড়ে সর্বস্তরের নৌসদস্যের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এ সময় ১০ ডিসেম্বর ১৯৭১-এ পরিচালিত নৌঅপারেশন, মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর স্মৃতিচারণমূলক প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করা হয়। খুলনার বানৌজা উপশমে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয় এবং দুপুরে খুলনা নৌঅঞ্চলের বিভিন্ন এলাকায় দুস্থ, অসহায় ও অসচ্ছল মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়।

চট্টগ্রামের বানৌজা ঈসা খান প্যারেড গ্রাউন্ড থেকে সর্বস্তরের নৌসদস্যের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। বানৌজা পতেঙ্গায় চট্টগ্রাম স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয় ও দুপুরে চট্টগ্রাম নৌঅঞ্চলের হাসপাতাল গেট-সংলগ্ন এলাকায় দুস্থ, অসহায় ও অসচ্ছল মানুষের মাঝে সহায়তা প্রদান করা হয়।

আইএসপিআর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here