মিসিসিপির তীরে সবচেয়ে বড় অয়েল টার্মিনালের নির্মাণকাজ শুরু

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার প্লাকেমিনস পেরিশে মিসিসিপি নদীর তীরে ১৫৮ একর জায়গাজুড়ে একটি নতুন জ্বালানি তেলের টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। সম্প্রতি এনওএলএ অয়েল টার্মিনালের নির্মাণকাজ শুরু হয়েছে। লোয়ার মিসিসিপি অঞ্চলের প্রথম ও সবচেয়ে বড় অয়েল টার্মিনাল হতে যাচ্ছে এটি, যার সুবাদে প্যানাম্যাক্স ও সুয়েজম্যাক্স ক্লাসের বড় আকারের ট্যাংকারগুলো এখন সেখানে চলাচল করতে পারবে।

এনওএলএ অয়েল টার্মিনালের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ক্রিস্টিয়ান আমেদি বলেন, ‘লুইজিয়ানার গুরুত্বপূর্ণ বাণিজ্যপণ্য হলো অপরিশোধিত তেল এবং গ্যাসোলিন, ডিজেল ও জেট ফুয়েলের মতো পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য। কিন্তু এতদিন আমরা এখানে বড় জাহাজের সুবিধা ভোগ করতে পারিনি। এখন পরিস্থিতি পাল্টাচ্ছে। এনওএলএ এই অঞ্চলের প্রথম টার্মিনাল হতে যাচ্ছে, যেখানে বড় ও বেশি ড্রাফটের জাহাজগুলো ভিড়তে পারবে।’

মিসিসিপি নদীর একমাত্র টার্মিনাল হিসেবে ১ হাজার ২০০ ফুট দীর্ঘ জাহাজ হ্যান্ডলিং করেেত পারবে এনওএলএ। প্রথম পর্যায়ে এই প্রকল্পে দুটি ডিপওয়াটার বার্থ নির্মাণ করা হচ্ছে, যেগুলো ১ লাখ ৭০ হাজার টনের জাহাজ ম্যুরিং করতে সক্ষম হবে। টার্মিনালটির বার্জ ডক অভ্যন্তরীণ ও সমুদ্রগামী উভয় ধরনের ট্যাংক বার্জকে সেবা দিতে পারবে।

পুরো প্রকল্পটির নির্মাণব্যয় ধরা হয়েছে ৯৩ কোটি ডলার। নির্মাণকাজ সম্পন্ন ও বাণিজ্যিক কার্যক্রম শুরু হলে এনওএলএ অয়েল টার্মিনাল সপ্তাহে ছয়টি পর্যন্ত ট্যাংকারকে জায়গা দিতে পারবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here