যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার প্লাকেমিনস পেরিশে মিসিসিপি নদীর তীরে ১৫৮ একর জায়গাজুড়ে একটি নতুন জ্বালানি তেলের টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। সম্প্রতি এনওএলএ অয়েল টার্মিনালের নির্মাণকাজ শুরু হয়েছে। লোয়ার মিসিসিপি অঞ্চলের প্রথম ও সবচেয়ে বড় অয়েল টার্মিনাল হতে যাচ্ছে এটি, যার সুবাদে প্যানাম্যাক্স ও সুয়েজম্যাক্স ক্লাসের বড় আকারের ট্যাংকারগুলো এখন সেখানে চলাচল করতে পারবে।
এনওএলএ অয়েল টার্মিনালের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ক্রিস্টিয়ান আমেদি বলেন, ‘লুইজিয়ানার গুরুত্বপূর্ণ বাণিজ্যপণ্য হলো অপরিশোধিত তেল এবং গ্যাসোলিন, ডিজেল ও জেট ফুয়েলের মতো পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য। কিন্তু এতদিন আমরা এখানে বড় জাহাজের সুবিধা ভোগ করতে পারিনি। এখন পরিস্থিতি পাল্টাচ্ছে। এনওএলএ এই অঞ্চলের প্রথম টার্মিনাল হতে যাচ্ছে, যেখানে বড় ও বেশি ড্রাফটের জাহাজগুলো ভিড়তে পারবে।’
মিসিসিপি নদীর একমাত্র টার্মিনাল হিসেবে ১ হাজার ২০০ ফুট দীর্ঘ জাহাজ হ্যান্ডলিং করেেত পারবে এনওএলএ। প্রথম পর্যায়ে এই প্রকল্পে দুটি ডিপওয়াটার বার্থ নির্মাণ করা হচ্ছে, যেগুলো ১ লাখ ৭০ হাজার টনের জাহাজ ম্যুরিং করতে সক্ষম হবে। টার্মিনালটির বার্জ ডক অভ্যন্তরীণ ও সমুদ্রগামী উভয় ধরনের ট্যাংক বার্জকে সেবা দিতে পারবে।
পুরো প্রকল্পটির নির্মাণব্যয় ধরা হয়েছে ৯৩ কোটি ডলার। নির্মাণকাজ সম্পন্ন ও বাণিজ্যিক কার্যক্রম শুরু হলে এনওএলএ অয়েল টার্মিনাল সপ্তাহে ছয়টি পর্যন্ত ট্যাংকারকে জায়গা দিতে পারবে।