লং বিচে কনটেইনার হ্যান্ডলিংয়ে টানা দুই মাস পতন

নভেম্বরে কনটেইনার হ্যান্ডলিংয়ে টানা দুই মাস বছরওয়ারি পতন দেখল যুক্তরাষ্ট্রের পোর্ট অব লং বিচ। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে, জাহাজ জটসহ অন্যান্য স্থবিরতা কাটাতে এরই মধ্যে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে, যার ফল মিলতে শুরু করেছে। কর্তৃপক্ষের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ পুরো বছরে মোট ৯০ লাখ টিইইউর বেশি কনটেইনার হ্যান্ডলিংয়ের পথে রয়েছে বন্দরটি, যা তাদের জন্য নতুন এক রেকর্ড হবে।

গত মাসে লং বিচ পোর্ট মোট ৭ লাখ ৪৫ হাজার ৪৮৮ টিইইউ কনটেইনার হ্যান্ডলিং হয়েছে, যা ২০২০ সালের একই সময়ের তুলনায় ৫ শতাংশ কম। সেই মাসে ৭ লাখ ৮৩ হাজার ৫২৩ টিইইউ কনটেইনার হ্যান্ডেলিং করেছিল বন্দরটি। নভেম্বরে বন্দরটি দিয়ে পণ্য রপ্তানি কমেছে ৬ শতাংশের বেশি। আর আমদানি কমেছে ৫ শতাংশের বেশি।

অক্টোবরে ৭ লাখ ৯০ হাজার টিইইউ কনটেইনার হ্যান্ডলিং করেছে লং বিচ, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২ শতাংশ কম।

টানা দুই মাস কমলেও চলতি বছরের প্রথম ১১ মাসে ৮৬ লাখ ৩০ হাজার টিইইউর বেশি কনটেইনার হ্যান্ডলিং হয়েছে বন্দরটি দিয়ে, যা ২০২০ সালের একই সময়ের তুলনায় ১৮ শতাংশ বেশি। এছাড়া ২০২০ সালের ১২ মাসে মোট ৮১ লাখ টিইইউ কনটেইনার হ্যান্ডলিং করেছিল লং বিচ, যা চলতি বছরের ১১ মাসেই ছাড়িয়ে গেছে।

যুক্তরাষ্ট্রে ভোক্তা চাহিদা হঠাৎ বেড়ে যাওয়া, জাহাজ জট, কনটেইনার সংকটে ইত্যাদি কারণে লং বিচ পোর্টের কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here