বাল্টিক সাগরে সুইডেনের জলসীমায় সোমবার (১৩ ডিসেম্বর) ডেনমার্কের একটি কেপসাইজ বার্জ ও একটি ব্রিটিশ জেনারেল কার্গো ক্যারিয়ারের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় ডেনিশ বার্জটির একজন ক্রু মারা গেছেন এবং অপর এক ক্রু নিখোঁজ হয়েছেন। বাল্টিকের হিমশীতল পানিতে তার বেঁচে থাকার সম্ভাবনা খুব ক্ষীণ। ঘটনাস্থলে সুইডিশ ও ডেনিশ কর্তৃপক্ষ যৌথ উদ্ধার অভিযান চালাচ্ছে।
ডেনমার্ক ও সুইডেনের মেরিটাইম এজেন্সি জানিয়েছে, রোববার দিবাগত রাতে সুইডেনের বর্নহোম দ্বীপপুঞ্জের কাছে জাহাজ দুটির মধ্যে সংঘর্ষ হয়। ৫৫ মিটার দীর্ঘ ডেনিশ বার্জ ‘কারিন হোজ’ ও ৯০ মিটার দীর্ঘ ব্রিটিশ জাহাজ ‘স্কট ক্যারিয়ার’ একই অভিমুখে যাচ্ছিল। এ সময় কুয়াশা ও অন্ধকারের কারণে জাহাজ দুটির মধ্যে সংঘর্ষ হয়। এতে কারিন হোজ উল্টে যায়।
প্রাথমিকভাবে বার্জটির দুজন ক্রু নিখোঁজ হয়েছেন বলে জানানো হয়। পরবর্তীতে একজনের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ অপরজনের ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার শীতল পানিতে বেঁচে থাকার সম্ভাবনা খবুই ক্ষীণ। তিনি যদি উল্টে যাওয়া বার্জটির এয়ার পকেটের মধ্যে আশ্রয় নেন, তাহলেই কেবল তাকে জীবিত অবস্থায় উদ্ধারের সম্ভাবনা রয়েছে। অন্তত নয়টি বোট ও একটি হেলিকপ্টার তার সন্ধানে অভিযান চালাচ্ছে।
জাহাজ দুটির মধ্যে কী কারণে সংঘর্ষ হলো, সে বিষয়ে তদন্ত চালানো হচ্ছে। ডেনমার্কের আবহাওয়া দপ্তর জানিয়েছে, দুর্ঘটনার রাতে কুয়াশা খুব বেশি ঘন ছিল না। অন্যান্য বছর এ সময়ে কুয়াশা যেমন থাকে, দুর্ঘটনার সময়েও তেমনটাই ছিল। সুইডেনের কোস্ট গার্ড জানিয়েছে, ক্রুদের অসাবধানতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে কিনা, সে বিষয়ে তদন্ত চালাচ্ছে তারা।