জলবায়ু বিনিয়োগে প্রধান প্রযুক্তি খাতগুলো অবহেলিত থেকে যাচ্ছে: পিডব্লিউসি

প্রথমার্ধে বিনিয়োগ সাড়ে ৮ হাজার কোটি ডলার ছাড়িয়েছে

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নানামুখী উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতিটি খাতে কার্বন নিঃসরণ বন্ধ করতে চাইছে বিশ্ব। ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনার প্রতিশ্রুতিও দিয়েছে উন্নত দেশগুলো। এ উদ্যোগে শামিল হয়েছে বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোও। এরই অংশ হিসেবে জলবায়ু সংকট মোকাবিলায় প্রযুক্তি নিয়ে আসা প্রতিষ্ঠানগুলোয় বিনিয়োগের পরিমাণ বাড়ছে। যদিও এ বিনিয়োগে মূল ক্ষেত্রগুলো অবহেলিত থেকে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

প্রাইসওয়াটারহাউসকুপারসের (পিডব্লিউসি) গবেষণা অনুসারে, চলতি বছরের প্রথমার্ধে জলবায়ু সংকট মোকাবিলায় প্রযুক্তি নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোয় বিনিয়োগের পরিমাণ ৮ হাজার ৭৫০ কোটি ডলারে পৌঁছেছে। এ বিনিয়োগের পরিমাণ গত বছরের একই সময়ে ছিল ২ হাজার ৪৮০ কোটি ডলার। অর্থাৎ বিনিয়োগ বেড়েছে ২১০ শতাংশ।

‘স্টেট অব ক্লাইমেট ২০২১’ শীর্ষক প্রতিবেদনে পিডব্লিউসি জানিয়েছে, ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানগুলোর ১৪ শতাংশ বিনিয়োগ এখন জলবায়ু প্রযুক্তিতে যায়। তবে এ বিনিয়োগের মধ্যে মূল জলবায়ু প্রযুক্তি নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলো খুব বেশি পাচ্ছে না। জলবায়ুবিষয়ক পাঁচটি প্রযুক্তিকে মূল প্রযুক্তি হিসেবে চিহ্নিত করেছে পিডব্লিউসি। এগুলো হলো- সৌরশক্তি, বায়ুবিদ্যুৎ, খাদ্যবর্জ্য প্রযুক্তি, পরিবেশবান্ধব হাইড্রোজেন উৎপাদন ও কম কার্বন নিঃসরণযুক্ত গ্যাস প্রোটিন। এ পাঁচ খাত ২০১৩ থেকে ২০২১ সালের মধ্যে জলবায়ু প্রযুক্তিতে মোট বিনিয়োগের মাত্র ২৫ শতাংশ পেয়েছে। যদিও এ প্রযুক্তিগুলোই ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনার ক্ষেত্রে ৮০ শতাংশের বেশি অবদান রাখবে।

প্রতিবেদন অনুযায়ী, জলবায়ু প্রযুক্তি তহবিলের সিংহভাগ (প্রায় ৫ হাজার ৮০০ কোটি ডলার) গেছে পরিবহন প্রতিষ্ঠানগুলোয়। এদের মধ্যে রয়েছে ই-স্কুটার, বৈদ্যুতিক যানবাহন ও উড়ুক্কু ট্যাক্সির মতো প্রযুক্তি নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলো।

চলতি বছরের প্রথমার্ধে জলবায়ু প্রযুক্তি চুক্তির গড় আকার প্রায় চারগুণ বেড়ে ৯ কোটি ৬০ লাখ ডলারে পৌঁছেছে। এক বছর আগেও তা ছিল ২ কোটি ৭০ লাখ ডলার। এ সময়ে জলবায়ু প্রযুক্তিতে সক্রিয় বিনিয়োগকারীর সংখ্যা ১ হাজার ৬০০ ছাড়িয়েছে। গত বছরের প্রথমার্ধে এ সংখ্যা ৯০০-এর কম ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here