সমুদ্রসম্পদ আহরণে আইএসএ’র সহযোগিতা চায় বাংলাদেশ

সমুদ্র তলদেশের সম্পদের পূর্ণ সুবিধা পেতে আন্তর্জাতিক সমুদ্র তলদেশ কর্তৃপক্ষের (আইএসএ) কাছে সহযোগিতা চেয়েছে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি প্রতিনিধি রাবাব ফাতিমা।

জ্যামাইকার রাজধানী কিংস্টনে অবস্থিত আইএসএ’র ২৬তম বার্ষিক অধিবেশনে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দেয়া বক্তব্যে এ আহ্বান জানান রাবাব ফাতিমা। সংস্থার মহাসচিব মাইকেল ডব্লিউ লজের আমন্ত্রণে তিনদিনের এ অধিবেশনে যোগ দেন তিনি। অধিবেশনে সংস্থাটির সদস্য দেশগুলোর উল্লেখযোগ্যসংখ্যক স্থায়ী প্রতিনিধি ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

রাবাব ফাতিমা বলেন, সমুদ্র তলদেশের সম্পদের পূর্ণ সুবিধা পেতে আইএসএ’র কাছ থেকে বর্ধিত সহযোগিতা প্রয়োজন বাংলাদেশের। এর মাধ্যমে গভীর সমুদ্রে বৈজ্ঞানিক গবেষণা, সক্ষমতা বিনির্মাণ ও সংশ্লিষ্ট প্রযুক্তিতে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশের সুবিধা হবে।

তিনি বলেন, সমুদ্র তলদেশের বিস্তীর্ণ এবং অনাবিষ্কৃত সম্পদের রয়েছে অপার সম্ভাবনা, যা বাংলাদেশসহ কোটি কোটি মানুষের জীবন ও জীবিকায় রূপান্তরধর্মী পরিবর্তন আনতে পারে।

বক্তব্যে বাংলাদেশকে একটি উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া রূপকল্প-২০৪১’র কথা তুলে ধরে এ অগ্রযাত্রা আরো গতিশীল করতে সমুদ্র তলদেশের সম্পদ থেকে প্রাপ্ত আর্থিক সুবিধার ন্যায়সঙ্গত অংশীদারিত্ব নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। একই সঙ্গে সমুদ্র তলদেশে বাংলাদেশের সরকারি-বেসরকারি খাতের বিনিয়োগকে সহজতর করার ওপর গুরুত্ব দেন রাষ্ট্রদূত।

সমুদ্রতল থেকে খনিজ অন্বেষণের সময় সামুদ্রিক পরিবেশ সুরক্ষার ওপরেও জোর দেন জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি। এক্ষেত্রে তিনি সামুদ্রিক পরিবেশ এবং এর সম্পদের কার্যকর ব্যবহার, সংরক্ষণ ও সুরক্ষার জন্য সম্প্রতি প্রণীত বাংলাদেশ মেরিটাইম জোনস আইনের বিষয়টি অধিবেশনে তুলে ধরেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here