মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কন্ঠ মিলিয়ে উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ার শপথ নিলেন চট্টগ্রাম বন্দরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা। বৃস্পতিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত মূল আয়োজনের সাথে ভিডিও কনফারেন্সিংয়ে যুক্ত হয়ে শপথ নেন দেশের সর্বস্তরের মানুষ। এরই হিসেবে বন্দরের প্রকৌশলী শহীদ শামশুজ্জামান স্টেডিয়াম থেকে একসাথে শপথ নেন বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় বন্দরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও শপথ নেন।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে বন্দর কর্তৃপক্ষ। সকালে বন্দর রিপাবলিক ক্লাব প্রাঙ্গণে স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান এর নেতৃত্বে পর্ষদ সদস্যবৃন্দ। পরে বন্দর অফিসার্স অ্যাসোসিয়েশন, বন্দর কর্মচারী পরিষদ ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহ শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।
বন্দর স্টেডিয়ামে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত মার্চপাস্ট ও ডিসপ্লেতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। পরে বন্দর শহীদ মুন্সী ফজলুর রহমান অডিটোরিয়ামে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। বিকালে জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে শপথ ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।