করোনার ধাক্কা কাটিয়ে বছর শেষ হওয়ার আগেই কনটেইনার হ্যান্ডলিংয়ে অতীতের সব রেকর্ড ভাঙল চট্টগ্রাম বন্দর। শুক্রবারের (১৭ ডিসেম্বর) সর্বশেষ কনটেইনার হ্যান্ডলিং মিলিয়ে এ সংখ্যা ৩০ লাখ ৯৫ হাজার টিইইউ। এর আগে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিং হয়েছিল ২০১৯ সালে। সেবার বন্দর দিয়ে ৩০ লাখ ৮৮ হাজার কনটেইনার হ্যান্ডলিং হয়েছিল।
এবার বছর শেষে কনটেইনার হ্যান্ডলিং ৩২ লাখে উন্নীত হতে পারে।
করোনার দ্বিতীয় ধাক্কা শেষে থমকে যাওয়া কারখানার চাকা আবার সচল হয়েছে। উৎপাদন সচল রাখতে শিল্পের কাঁচামাল আমদানিও বাড়ছে। বিশেষ করে পোশাক খাতের কাঁচামাল আমদানি যেমন বেড়েছে, তেমনি তৈরি পণ্যের রপ্তানিও বাড়ছে এবং তা হ্যান্ডলিংয়ে সংখ্যা বাড়ানোর গতি এনেছে।
বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান এর সুদক্ষ নেতৃত্বে বন্দরের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিরলস পরিশ্রমের ফলে এ অর্জন সম্ভব হয়েছে।
দেশে সমুদ্রপথে পরিবাহিত কনটেইনারের ৯৮ শতাংশই আনা–নেওয়া হয় চট্টগ্রাম বন্দর দিয়ে।